উন্মুক্ত ক্লিভেজে ফ্রেমবন্দি সেলেব সাংসদ নুসরত, রাজকুমারীর স্টাইল স্টেটমেন্টে ঝড় নেট মহলে

Published : Apr 08, 2021, 09:49 AM IST

টলিউডে দাপটে অভিনেত্রী বা পার্সোনালিটি যাই বলা হোক না কেন, এক কথায় বলতে গেলে সব দিক থেকেই এখন এগিয়ে নুসরত জাহান, কারণ একটাই, তাঁর ব্যক্তিত্ব। দিন দিন নিজেরে যেন গড়ে পিঠে নেওয়ার কাজটা দ্রুত সারছেন নুসরত জাহান। তাঁর প্রোফাইলে চোখ রাখতেই স্পষ্ট হয়ে যায় বিষয়টা। 

PREV
110
উন্মুক্ত ক্লিভেজে ফ্রেমবন্দি সেলেব সাংসদ নুসরত, রাজকুমারীর স্টাইল স্টেটমেন্টে ঝড় নেট মহলে

নুসরত জাহান, বর্তমানে তিনি সাধারণের ধরা ছোঁয়ার বাইরে, ট্রোলই হোক বা সমালোচনা কোনও কিছুতেই তিনি আর ভেঙে পড়েন না। 

210

সম্প্রতি একের পর এক বিতর্ক জড়িয়েছে নুসরতের নাম। কখনও সংসারের অন্দর মহলের কাহিনি, কখনও আবার খোলামেলা পোশাক। 

310

তবে সব কিছুকে ছাড়িয়ে গিয়েছিল যশের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। যশ ও নুসরতকে জড়িয়ে যখন একের পর এক খবর সামনে উঠে আসে, তখনই মুখ খুলেছিলেন নুসরত। 

410

জানিয়েছিলেন, এমন আর তিনি এসব কথায় কান দেননা। এটা তাঁর ব্যক্তিগত জীবন। তিনি ব্যালন্সা রেখেই তা পাবলিক করবেন।

510

মানুষের সমালোচনা বা ট্রোল এখন আর নুসরতকে ভাঙতে পারে না। বরং তিনি ট্রোলারদের জানিয়েছিলেন ধন্যবাদ। সকলের এই ব্যবহারের জন্যই নুসরত নিজেকে শক্ত করে তুলতে পেরেছে। 

610

আর সেই আত্মবিশ্বাস এখন নুসরতে চোখে মুখে ধরা পড়ে, ধরা পড়ে সোশ্যাল মিডিয়ার পাতায়। 

710

খোলামেলা পোশাক হক, বা এলিগেন্ট লুকে স্টানিং ফিগার, স্মার্ট প্রেজেন্টেশনে তাঁর জুড়ি মেলা ভার। তাঁর কথায় সকল মেয়ের মধ্যেই রয়েছে এক রাজকুমারী। 

810

তবে এই রাজকুমারী কেবল লাইম লাইটে রয়েছেন এমনটা নয়, রোদে জলে মানুষের পাশে দাঁড়াতে প্রচারেও নামছেন। 

910

বিধানসভা নির্বাচনের আগে পাল্লা দিয়ে দিদির পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে।

1010

সোশ্যাল পাতায় নজর রেখে অনেকেই হয়তো তাঁকে ট্রোল করেছে, তবে নুসরত তা এক কথায় এড়িয়ে গিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন সকলের কাছে। 

click me!

Recommended Stories