বিচ্ছেদ আর জল্পনা নয়, নুসরতকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরালেন নিখিল

২০২০ শেষ থেকেই নুসরতের সংসার দেখা দেয় ভাঙন। তা প্রকাশ্যে আসতে খুব বেশিদিন সময় লাগেনি। তারই মাঝে একের পর এক সম্পর্কের জল্পনাকে ঘিরে খবরের শিরোনামে আসেন নুসরত জাহান। প্রথম থেকেই চুপই ছিলেন নিখিল। কখনও কিছুই সেভাবে বুঝতে দেননি। তবে এবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন নিখিল জৈন। 

Jayita Chandra | Published : Feb 23, 2021 2:06 AM IST
111
বিচ্ছেদ আর জল্পনা নয়, নুসরতকে বিবাহ বিচ্ছেদের নোটিস ধরালেন নিখিল

আর কোনও জল্পনা নয়, এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে সাফ ডিভোর্সের কথা জানিয়ে দিলেন নিখিল জৈন। 

211

যদিও এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে মুখ খুলতে নারাজ তিনি। বরাবরই নিখিল নিজেকে সমালোচনা থেকে দূরে রাখতেই পছন্দ করেন। 

311

২০২০ শেষে যখন সকলের চোখে স্পষ্ট হয়ে যাচ্ছিল নিখিল ও নুসরতের ভাঙন,তখনই গল্পে হাজির যশ। 

411

তাঁর সঙ্গে হলিডে ট্রিপ থেকে শুরু করে ঘনিষ্ঠটা, একাধিক খবর প্রকাশ্যে আসতে শুরু করে। 

511

এরপরই নিখিল ও নুসরত এতে অন্যকে সোশ্যাল মিডিয়ার পাতায় ফলো করা বন্ধ করে দেয়। 

611

আঁচ মিলেছিল ঠিক তখনই। যদিও সম্পর্কের এই ঝড় নিয়ে কখনও কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি।

711

বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় গিয়ে বিচ্ছেদের পথই বেছে নিলেন এই দুই স্টার। 

811

নিখিলেন কথায়, তিনি কখনই কিছু বললেনি নুসরতকে, তবে কেন শেষে এই পদক্ষেপ নিতে হল, তা নিয়ে কিছু জানাতে নারাজ নিখিল। 

911

অথচ এক সপ্তাহ আগে, প্রেম দিবসেও নিখিলের পোস্টে ছিল আশার আলো। আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়ে দিয়েছিলেন মন ভাঙার কথা। 

1011

কিন্তু সেই শেষ চেষ্টাও বোধহয় এবার ব্যর্থ, তাই চরম পদক্ষেপ এবাার নিয়ে ফেললেন নিখিল। 

1111

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos