বিবাহ বিচ্ছেদের পথে নিখিল নুসরত, বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সম্পর্কে ভাঙন

২০১৯, এই সালটা এক কথায় ছিল নুসরত জাহানের। বছরের প্রথম থেকেই তিনি ছিলেন খবরের শিরোনামে, প্রথমই সকলের নজর কেড়েছিলেন নিজের এঙ্গেজমেন্টের রিং সকলের সামনে দেখিয়ে। সেখান থেকেই শুরু সম্পর্ক নিয়ে নানা জল্পনা। 

Jayita Chandra | Published : Feb 23, 2021 8:13 AM
114
বিবাহ বিচ্ছেদের পথে নিখিল নুসরত, বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় সম্পর্কে ভাঙন

এই সেই ছবি যা পোস্ট করার পরই নুসরতের প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় চর্চা। এরপরই ফ্রেমে হাজির নিখিল জৈন। 

214

ধুমধামে বসে যায় বিয়ের আসর। এরই মাঝে শুরু হয় নয়া ইনিংস, যা মুহূর্তে সকলের নজর কাড়ে। 

314

লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়ান নুসরত। সেখান থেকেও ভাগ্য তাঁকে ফেরায়নি। জয়ী হয়ে সাংসদের পদে বসেন তিনি। 

414

এবার পালা বিবাহ অভিযানের, মে মাসে রাজকীয় বিয়ের আসর বসে নুসরত ও নিখিলের। বোদরুমে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং-এ মাতেন এই জুটি। 

514

একের পর এক ছবি থেকে ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। কলকাতার বুকে ফিরেও আয়োজন করা হয় রাজকীয় রিসেপশনের। 

614

তারপর সবটাই চলতে থাকে খুব স্বাভাবিক ছন্দে। এক কথায় যাকে বলে লাভবার্ড। 

714

জন্মদিনের সেলিব্রেশন থেকে শুরু করে পুজো পার্বণে মেতে থাকা। নুসরত ও নিখিলের মাঝে থাকা এই সম্পর্কের সমীকরণ পলকে সকলের নজর কাড়ে। 

814

আবারও পর্দায় ফেরেন নুসরত, পাশাপাশি নতুন ব্র্যান্ডও নিয়ে আসেন এই জুটি প্রকাশ্যে। সবটাই ছিল ষোলোকলা ঠিক ঠিক। 

914

হঠাৎই ছন্দপতন ঘটে ২০২০ সালের শেষের দিকে। ফ্রেমে হাজির যশ। তাঁকে নিয়ে একাধিক খবর রটতে শুরু করে। 

1014

একে অন্যের প্রোফাইল আনফলো করে দেন তাঁরা। দীর্ঘ দিন নেই কোনও সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি। 

1114

ভক্তদের মনে তখন থেকেই উঁকি মেরেছিল প্রশ্ন, তবে কি নিখিল আর নুসরত আলাদা হতে চলেছেন! 

1214

সেই জল্পনাকেই সত্যি প্রমাণ করে এক প্রথম সারির সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন নিখিল জৈন। জানিয়ে দিলেন ডিভোর্স চাইছেন তিনি। 

1314

এতেই সাফ হয়ে যায় বর্তমানে এই জুটির মাঝে থাকা সম্পর্কের প্রকৃত ছবি। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি নুসরত জাহান। 

1414

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos