নিখিলের সঙ্গে নুসরতের তিক্ততা, এর মাঝেই খুশির খবর পাড়লেন সাংসদ-অভিনেত্রী

সংবাদ শিরোনামে এখন কয়েকটা নাম সর্বদা বিরাজমান। নুসরত জাহান, নিখিল জৈন এবং যশ দাশগুপ্ত। ফিল্মি প্লটলাইনে দেখা লাভ ট্র্যায়াঙ্গেল যে এভাবে বাস্তব জীবনে সত্যি হয়ে যাবে ভাবেনি কেউ। হঠাৎ করেই যশ ঢুকে পড়েছেন তাঁদের মাঝে। এমনই অনুমান ভক্তদের। নুসরতের রাজস্থান ট্রিপের পরই নিখিল ও তাঁর সম্পর্কে চিড় ধরা নিয়ে জল্পনা তুঙ্গে। কী করে এমন সুখী পরিবারে অন্ধকার নেমে এল, প্রশ্ন শুভাকাঙ্খীদের। নিখিল ও নুসরতের জীবনে তিক্ততা ক্রমশ বাড়ছে বলেই আন্দাজ নেটিজেনদের। 

Adrika Das | Published : Jan 12, 2021 8:42 PM
18
নিখিলের সঙ্গে নুসরতের তিক্ততা, এর মাঝেই খুশির খবর পাড়লেন সাংসদ-অভিনেত্রী

তাঁদের সোশ্যাল মিডিয়া জুড়ে কেবল সম্পর্কের তিক্ততার ছোঁয়া। একে অপরকে আনফলো করে দিয়েছে নুসরত ও নিখিল।  

28

নিখিলের সঙ্গে আর কোনও ছবিও পোস্ট করেন না নুসরত। নিখিলও সোশ্যাল মিডিয়ায় বেশ ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছেন। 

38

এই তিক্ততার মাঝেই এক সুখবর দিলেন নুসরত। শীঘ্রই আসছে তাঁর আগামী ছবি 'ডিকশনারি'। 

48

নয় বছর পরে পরিচালকের আসনে বসলেন ব্রাত্য বসু। ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন নুসরত এবং আবার চট্টোপাধ্যায়কে।

58

ছবির শ্যুটিং শুরু হয় গত বছর লকডাউনের ঠিক আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। শ্যুটিংয়ের কাজ বন্ধ হয়ে যায় করোন আবহে। 

68


পুজোর পর ফের শুরু হয় শ্যুটিং। শ্যুটিং শেষ হতেই ছবির মুক্তির বিষয় ঘোষণা করলেন নুসরত। শীঘ্রই জানানো হবে মুক্তির দিন। 

78

আবির অভিনয় করছেন অশোর সান্যালের চরিত্রে। পুরুলিয়া বন বিভাগের আধিকারিক। স্ত্রী, স্মিতার চরিত্রে রয়েছেন নুসরত। 

88

সামান্য মেকআপ, সাধারণ শাড়ি, খোলা চুল, এমন রূপেই ধরা দিলেন নুসরত। একেবারে ভিন্ন লুকে তাঁকে দেখা যাবে এই ছবিতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos