তৈমুর নয়, ইউভানই হল Fashionista, রাজ-শুভশ্রীর ছেলে এখন ফ্যাশন আইকন

Published : Jan 12, 2021, 01:51 PM ISTUpdated : Jan 12, 2021, 01:55 PM IST

ছেলে-বাবার সম্পর্ক দিন দিন আরও বেশি করে প্রকাশ্যে আসছে জনসমক্ষে। এখন নেটদুনিয়ার কাছে সবচেয়ে বেশি পছরাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ইউভান চক্রবর্তী। দু'জনের ক্যানডিড থেকে সেমি ক্যানডিড মুহূর্তই এখন নেটিজেনদের কাছে হটকেক। ইউভানের সমস্ত ছবি এবং আপডেট পেতে উন্মাদনা তুঙ্গে সকলের। সদ্য চার মাসে পা দিল ইউভান। রাজ এখন নিজের পিতৃত্বের তিন মাসের সেলিব্রেশনে ব্যস্ত। 

PREV
18
তৈমুর নয়, ইউভানই হল Fashionista, রাজ-শুভশ্রীর ছেলে এখন ফ্যাশন আইকন

ছোট্ট ইউভান সেজে উঠেছে ধূসর রঙের হুডিতে। মিনি হুডিতে ইউভানকে দেখলে মন মেজাজ ভাল হবে যে কোনও মানুষের। 

28

চার মাস পূর্ণ হতেই শীতের পোশাকে সেজে উঠেছে সে। সাদা রঙের প্যান্ট শার্ট। সেই ধূসর রঙের হুড দেওয়া জ্যাকেট। 

38

এই বয়সেই ফ্যাশানের সাতকাহন নিয়ে সংবাদ শিরোনাম হয়ে উঠছে ইউভান। সব ক্রেডিটই অবশ্য রাজ এবং শুভশ্রীর। 

48

চার মাস পূর্ণ হওয়ার সেলিব্রেশনই চলছে ফোটোশ্যুটের মাধ্যমে। ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে রাজ, রীতিমত সাবলিল ইউভান। 

58

সাধারণত এইটুকু বাচ্চাদের শান্তভাবে ক্যামেরার সামনে বসাতে যথেষ্ট ধৈর্য্যের প্রয়োজন হয়। তবে শান্ত স্বভাবে ইউভানকে নিয়ে সেই চিন্তা একেবারেই নেই। 

68

এমনকি একটি ছোট বুমেব়্যাং ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে রয়েছে সে। গোল গোল চোখ নিয়ে ক্যামেরার দিকে অর্থাৎ শুভশ্রীর দিকেই তাকিয়ে খুদে রাজ। 

78

কখনও বাবার কোলে বসে পোজ আবার কখনও খাটে শুয়ে খেলায় মত্ত ইউভান। শান্ত ছেলেকে নিয়ে কোনও ঝক্কি নেই 'রাজশ্রী'র।

88

ছবিগুলি পোস্ট করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছে, "হ্যাপি ফোর মান্থস বেবি।" মিথিলা, ঋতাভরী, দর্শনা, সকলেই ছেলের কিউটনেসে ঘায়েল। 

click me!

Recommended Stories