বোদরুমে বিয়ের আসর, সাজানো সংসারের স্বপ্ন দেখে হয়েছিল চারহাত এক। তবে সেই স্বপ্ন এখন অতীত, বিচ্ছেদের ঝড়ে এখন নাজেহাল নিখিল-নুসরত। এতে অন্যের সঙ্গে থাকেন না দীর্ঘ ছয় মাস। মাঝে মধ্যে নিখিলকে এই নিয়ে কথা বলতে শোনা গেলেও নুসরত ছিলেন একেবারে চুপ। তবে আর নয়, এবার ছক ভেঙে সোজা বিবৃতি জারি করে ময়দানে হাজির নুসরত। ছয় পয়েন্টে বিঁধলেন নিখিলকে।