'হুবহু বৃহন্নলার মত দেখতে', অ্যালেজেড Lip Filler-এর কারণেই কি এই হাল নুসরতের

নুসরত জাহান মানেই এখন সংবাদ শিরোনামে তাঁর বৈবাহিক জীবনে আসা তিক্ততা নিয়ে নানা আলোচনা। তবে নিখিল জৈনের সঙ্গে বিয়ের পরই নয়, নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা খানিক বেশিই। যশ দাসগুপ্তের সঙ্গে প্রেমালাপ চলছে চুটিয়ে। এমনই অনুমান করে চলেছে ভক্তরা। অন্যদিকে এ বিষয় কোনও অতিরিক্তি কথা বলবেন না নুসরত। সব মিলিয়ে তাঁর ব্যক্তিগত জীবন এখন সকলের গসিপের টপিক। 

Adrika Das | Published : Feb 5, 2021 8:19 AM IST
18
'হুবহু বৃহন্নলার মত দেখতে', অ্যালেজেড Lip Filler-এর কারণেই কি এই হাল নুসরতের

নুসরতের ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর রূপ নিয়েও নানা কুমন্তব্য করে চলেছে সাইবারবাসী। 

28

চরিত্র নিয়ে তো আগেই একপ্রস্থ হয়ে গিয়েছে। নিখিল জৈন এবং যশ দাশগুপ্তর পর কোন পুরুষের সঙ্গে নাম জড়াবে নুসরতের। 

38

তাঁর জীবনে নাকি পুরুষের আগমণের অন্ত নেই, বৈবাহিক সম্পর্ক নিজের দোষেই শেষ করে ফেলার চেষ্টায় তিনি। 

48

এমনও মন্তব্যের পর এবার রূপ নিয়ে কটাক্ষের শিকার নুসরত। তাঁকে 'বৃহন্নলা' বলে ট্রোল করল এক নেটিজেন। 
 

58

নিত্যদিনের মতই সম্প্রতি নুসরত নিজের একটি ক্লোজ আপ শট পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

68

সেখানে একজন মন্তব্য করে বসে, তাঁকে দেখতে নাকি হুবহু বৃহন্নলার মত। নুসরত যদিও এই মন্তব্যটি এড়িয়েই গিয়েছেন বলে অনুমান করা যাচ্ছে। 

78

নুসরতের রিউমার্ড প্লাস্টিক সার্জারি নিয়েও এমন মন্তব্য আগে করেছিল একদল নেটিজেনরা। তবে এখন বিষয়টি খানিক রাজনৈতিক হয়ে গিয়েছে। 

88

তৃণমূলের সাংসদ হওয়ার দরুণ তাঁকে অন্যান্য দলের সমর্থকদের থেকে একাধিক কুমন্তব্যের শিকার হতে হয়। তবে তিনি সবটাই এড়িয়ে নিজের কাজে মন দেওয়া শ্রেয় মনে করেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos