একমাস হয়েছে মাত্র তিনি মা হয়েছেন, এরই মাঝে কাজে নেমে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরেছেন নুসরত জাহান। মুখে একগাল হাসি। ট্রোলারদের সব প্রশ্নই হজম করছেন তিনি। প্রকাশ্যেও তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু কোথাও গিয়ে যেন নুসরতকে এসব কিছু ছুঁতেই পারে না। তা আরও একবার প্রমাণ হল।