রূপ যেন ফেটে পড়ছে, ভোল পাল্টে নেট দুনিয়ায় স্টানিং লুকে ধরা দিলেন হটস্টার, তাতেও ট্রোলের বন্যা

একমাস হয়েছে মাত্র তিনি মা হয়েছেন, এরই মাঝে কাজে নেমে স্বাভাবিক জীবনের ছন্দে ফিরেছেন নুসরত জাহান। মুখে একগাল হাসি। ট্রোলারদের সব প্রশ্নই হজম করছেন তিনি। প্রকাশ্যেও তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু কোথাও গিয়ে যেন নুসরতকে এসব কিছু ছুঁতেই পারে না। তা আরও একবার প্রমাণ হল। 

Jayita Chandra | Published : Sep 27, 2021 11:31 AM
110
রূপ যেন ফেটে পড়ছে, ভোল পাল্টে নেট দুনিয়ায় স্টানিং লুকে ধরা দিলেন হটস্টার, তাতেও ট্রোলের বন্যা

টলিউডে (Tollywood) পা রাখার পর থেকেই নানা বিতর্কের ঝড় সামনে উঠে আসতে দেখা গিয়েছে নুসরতের (Nusrat Jahan) জীবনে। যা তাঁর ব্যক্তিগত জীবন তোলপাড় করেছে। 

210

তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ক্ষত মিলিয়ে যেতে থাকে। নতুন করে পথ চলা শুরু হয়, একের পর এক ভালো ছথবি উপহার দিয়েছিলেন তিনি ভক্তদের। 

310

তবে সেই সাফল্য শীর্ষে ওঠে ২০১৯ সালে, ভালো ছবি সঙ্গে সুখবর, বিয়ের পিঁড়িতে বসা, তারই মাঝে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া। 

410

তবে সেই সাফল্য শীর্ষে ওঠে ২০১৯ সালে, ভালো ছবি সঙ্গে সুখবর, বিয়ের পিঁড়িতে বসা, তারই মাঝে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়া।

510

নিখিলের (nikhil Jain) সঙ্গে জুটি বাঁধলেও এখন তা অতীত। মাঝে বয়ে গিয়েছে অনেকটা জল। এখন নুসরত জাহান এক সন্তানের মা। যশের সঙ্গে লিভইনেই রয়েছেন তিনি। 

610

একসঙ্গে ইশানকে নিয়ে সময় কাটছে তাঁদের। তবে ট্রোলাররা এই গসিপ হাত ছাড়া করতে নারাজ। তাই নিত্য নতুন প্রসঙ্গ টেনে নুসরতকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। 

710

নুসরত জাহানের কথায়, এই ট্রোল তাঁকে আরও শক্ত করে তুলেছে, লড়াই করতে শিখিয়েছে, তাই জীবনে সব কিছুরই প্রয়োজন রয়েছে। 

810

আর তাই ফ্রেম লুকে ফ্রেমে ধরা দিতে তাঁর সময় লাগল না বেশি। গ্ল্যামার যেন ফেটে পড়ছে। নুসরতের রবিবার পোস্ট করা ছবিতে ঘাম ঝড়ছে ভক্তদের। 

910

তবে সেই ছবিতেও মিলল না রেহাই। সেখানেও তাঁকে ঘিরে উঠল প্রশ্ন, ঠোঁট-নাক প্রসঙ্গ টেনে ট্রোলারদের প্রশ্নবাণ, যদিও তা নুসরতের নিত্য সঙ্গী। 

1010

তাই রিয়েল লাইফে কীভাবে কামব্যাক করে কাজে ফিরে সকলের নাকের ডগায় টিকে থাকতে হয়, তা তিনি প্রমাণ করে দিলেন। ফলে কেউ কেউ সাবাসিও দিচ্ছেন নুসরতকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos