কীভাবে পারফের্ট ক্যানডিড শট নেবেন। শেখালেন রুদ্রনীল এবং নুসরত। ফোটোগ্রাফি স্কিলস সহ মডেলিংয়ের স্কিলসও যেন এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ছে।
তার মধ্যে পুজো এখন দোরগোড়ায়। পুজোয় বেরিয়ে এক বেলার মধ্যেই যে শ-খানেক ছবি উঠবে তাই স্বাভাবিক।
সেই ছবি তোলার আগে ক্লাস নিয়ে নেওয়া যাক নুসরত ও রুদ্রনীলের কাছ থেকে।
ফুলের গাছের পিছনে ফোকাসে রয়েছেন নুসরত। কখনও ক্যামেরার দিকে তাকিয়ে আবার কখনও ক্যানডিড পোজে।
সঠিক মুহূর্তগুলি ক্যামেরায় ধরে ফেলেছেন রুদ্রনীল। যার জন্য প্রয়োজন নেই কোনও ডিএসএলআরের।
নুসরতের লন্ডন ডায়রিজেও চলছে সুপারমডেলের দৌড়। আপাতত এই কারণেই ভাইরাল এই দুই অভিনেতা, অভিনেত্রী।
লন্ডনে নিয়ে গিয়েছেন বাঙালি বেশভুষাকে। সুতির শাড়ির সঙ্গে কীভাবে ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজিয়ে তোলা যায় তাই দেখিয়েছিলেন নুসরত।
Adrika Das