লন্ডনে সুপারমডেল নুসরত, ফোটোগ্রাফার রুদ্রনীল, দেদার চলল ফোটোশ্যুট

লন্ডনে চলছে 'স্বস্তিক সংকেত'র ছবির শ্যুটিং। অভিনয় রয়েছেন নুসরত জাহান, রুদ্রনীল ঘোষ, গৌরব চক্রবর্তী। সেই শ্যুটিংয়ের মাঝে চলছে নুসরতের মডেলিংয়ের দিকের ঘষামাজা। জোর কদমে শ্যুটিংয়ের মাঝে একটি ব্রেকফ্রি মুহূর্তের প্রয়োজন হয় বই কি। সুযোগ পেতেই লন্ডনের আরামদায়ক আবহাওয়া, সৌন্দর্য, দারুণ দৃশ্যের হাতছাড়া করেননি নুসরত। নুসরতের সঙ্গে জুড়েছিলেন রুদ্রনীল ঘোষও। নুসরত টলিউডে পদার্পণ করেছিলেন মডেলিংয়ের হাত ধরেই। অভিনয় জগতে আসার পর সেই কেরিয়ারে ধরেছে মর্চে। 

Adrika Das | Published : Oct 13, 2020 6:27 PM IST / Updated: Oct 14 2020, 02:39 AM IST
17
লন্ডনে সুপারমডেল নুসরত, ফোটোগ্রাফার রুদ্রনীল, দেদার চলল ফোটোশ্যুট

কীভাবে পারফের্ট ক্যানডিড শট নেবেন। শেখালেন রুদ্রনীল এবং নুসরত। ফোটোগ্রাফি স্কিলস সহ মডেলিংয়ের স্কিলসও যেন এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ছে। 

27

তার মধ্যে পুজো এখন দোরগোড়ায়। পুজোয় বেরিয়ে এক বেলার মধ্যেই যে শ-খানেক ছবি উঠবে তাই স্বাভাবিক। 

37


সেই ছবি তোলার আগে ক্লাস নিয়ে নেওয়া যাক নুসরত ও রুদ্রনীলের কাছ থেকে। 

47

ফুলের গাছের পিছনে ফোকাসে রয়েছেন নুসরত। কখনও ক্যামেরার দিকে তাকিয়ে আবার কখনও ক্যানডিড পোজে। 

57

সঠিক মুহূর্তগুলি ক্যামেরায় ধরে ফেলেছেন রুদ্রনীল। যার জন্য প্রয়োজন নেই কোনও ডিএসএলআরের। 

67

নুসরতের লন্ডন ডায়রিজেও চলছে সুপারমডেলের দৌড়। আপাতত এই কারণেই ভাইরাল এই দুই অভিনেতা, অভিনেত্রী।

77

লন্ডনে নিয়ে গিয়েছেন বাঙালি বেশভুষাকে। সুতির শাড়ির সঙ্গে কীভাবে ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজিয়ে তোলা যায় তাই দেখিয়েছিলেন নুসরত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos