সন্তানের মা হওয়ার পরেও যে তাদের ভালবাসা কতটা অটুট, তা বুঝিয়ে দিয়েছেন যশ ও নুসরত। দাদা বলেন, 'এখনও সম্পর্কের মধ্যে কে বেশি পজেসিভ?' এই প্রশ্নের উত্তরে দুজনেই বলেছেন,' দুজন - দুজনকে চোখে হারাই'। ' কে বেশি অন্যের খেয়াল রাখে?' প্রশ্ন শেষ হতে না হতেই একে অপরকে আঙুল দিয়ে ইশারা করেন যশ ও নুসরত। তাদের উত্তর শুনে পাল্টা সৌরভ বলেন, 'অপরের সুখবরে এরা মেড ফর ইচ আদার'।