দুধের ছেলেকে জোর করেই রাত অবধি জাগিয়ে রাখত যশ, কেন এমনটা করত নুসরতের স্বামী জানেন

প্রেম থেকে বিয়ে, বিচ্ছেদ থেকে লিভ-ইন-সন্তান নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। আসলে কন্ট্রোভার্সি যেন জড়িয়ে রয়েছে নুসরতের সঙ্গে। যদিও তাতে কুছ পরোয়া নেহি। কারণ তিনি যথেষ্ঠা সাহসী, এবং তার পরিচয়ও একাধিকবার দিয়েছেন। বর্তমানে সন্তান-স্বামী-সংসার নিয়ে সুখী গৃহকোণ নুসরত জাহানের। জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে  বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন যশ ও নুসরত জুটি। যদিও এর আগেও ' দাদাগিরি' র মঞ্চে হাজির হয়েছিলেন যশরত জুটি, তবে তা অনস্ক্রিন জুটি হিসাবে। এই প্রথমবার সহবাস সঙ্গী হিসেবে নয় বরং রিয়েল লাইফের  স্বামী যশকে নিয়ে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হলেন নুসরত জাহান। মন খুলে দাদার সঙ্গে দেদার আড্ডায় মাতলেন দুজনে। সেখানেই একরত্তি ছেলে ঈশানকে নিয়ে গোপন কথা ফাঁস করেন যশ, যা শুনেই হতবাক হয়ে যাবেন আপনিও।

Riya Das | Published : Apr 26, 2022 5:22 AM IST
110
দুধের ছেলেকে জোর করেই রাত অবধি জাগিয়ে রাখত যশ, কেন এমনটা করত নুসরতের স্বামী জানেন

জি-বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দাদাগিরি '-তে  বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন যশ ও নুসরত জুটি। যদিও এর আগেও ' দাদাগিরি' র মঞ্চে হাজির হয়েছিলেন যশরত জুটি, তবে তা অনস্ক্রিন জুটি হিসাবে। এই প্রথমবার সহবাস সঙ্গী হিসেবে নয় বরং রিয়েল লাইফের  স্বামী যশকে নিয়ে 'দাদাগিরি'র মঞ্চে হাজির হলেন নুসরত জাহান। 

210

দুজনের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা আজও অব্যাহত টলিপাড়ায়।  তবে সম্পর্কের শিলমোহর দেওয়ার পর নুসরতের রেডিও টক শো- 'ইশক উইথ নুসরত'-এ একসঙ্গে হাজির হয়েছিলেন নুসরত ও যশ। তবে এবারে অন্যরকম ভাবেই একসঙ্গে হাজির হলেন ঈশানের মা ও বাবা। 
 

310

 মন খুলে দাদার সঙ্গে দেদার আড্ডায় মাতলেন দুজনে। সেখানেই একরত্তি ছেলে ঈশানকে নিয়ে গোপন কথা ফাঁস করলেন যশ। যশ-নুসরতের ছেলের বয়স মাত্র ৯ মাস। একরত্তিকে নিয়েই সময় কেটে যাচ্ছে মা ও বাবার। 

410

'দাদাগিরি' র মঞ্চে এদিন সৌরভ নুসরতের কাছে নানা প্রশ্ন করেন ঈশানকে নিয়ে। নায়িকা বলেন,'ছোট্টটা এখন একটু বড় হয়ে গেছে'। সঙ্গে সঙ্গে দাদা আবারও প্রশ্ন করেন, 'মাদারহুড কেমন?' নুসরত বলেন, দুর্দান্ত, যেমনটা অন্য সবার মাতৃত্ব হয়। তবে একটু ক্লান্তিকর আর কী।

510

মহারাজ নুসরতকে আবারও জিজ্ঞাসা করেন, 'রাতে জাগিয়ে রাখে না রাখে না?' সঙ্গে সঙ্গে নুসরত বলেন, না না যশ ওকে খুব ভাল করে স্লিপ ট্রেন করে দিয়েছে। যেখানে এখন গিয়ে আমাদের সুবিধা হয় ও একটানা ৮ ঘন্টা ঘুমোতে পারে।
 

610

যশ আরও জানান, শুরুতে দু-ঘন্টা অন্তর ঘুম থেকে উঠে যেত ঈশান। ফলে ছেলে ঘুমিয়ে নিলেও বাবা ও মায়ের রাতের ঘুম উড়েছিল। এরপরই একটা উপায় বার করেন যশ। অভিনেতা বলেন, আমি ওকে বলেছিলাম আমি এটা করব, তুমি রাগ করোনা। 
 

710


যশ বলেন, আমি ওকে রাত অবধি জাগিয়ে রাখতাম। আগে কী হতো ও তাড়াতাড়ি শুয়ে পড়ত রাত তিনটের সময় উঠে পড়ত।  এরপর ওকে আমি রাত অবধি জোর করে জাগিয়ে রাখতাম। যাতে আমরা যখন ঘুমোবো তখন ও ঘুমোয়।  তার উত্তরে নুসরত বলেন, এটা শুরুতে এক সপ্তাহ করবার পর রাত অবধি জেগে থাকায় অভ্যস্ত হয়ে গিয়েছে ঈশান। এখন আর ঘুম নিয়ে আর কোনও জ্বালা নেই।

810

সন্তানের মা হওয়ার পরেও যে তাদের ভালবাসা কতটা অটুট, তা বুঝিয়ে দিয়েছেন যশ ও নুসরত। দাদা বলেন, 'এখনও সম্পর্কের মধ্যে কে বেশি পজেসিভ?' এই প্রশ্নের উত্তরে দুজনেই বলেছেন,' দুজন - দুজনকে চোখে হারাই'। ' কে বেশি অন্যের  খেয়াল রাখে?'  প্রশ্ন শেষ হতে না হতেই একে অপরকে আঙুল দিয়ে ইশারা করেন যশ ও নুসরত। তাদের উত্তর শুনে পাল্টা সৌরভ বলেন, 'অপরের সুখবরে এরা মেড ফর ইচ আদার'। 

910


নুসরত জাহান, একাধারে সাংসদ অভিনেত্রী অন্যদিকে এক সন্তানের মা। ছেলে হওয়ার পর যেন একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন নুসরত । সাংসদ অভিনেত্রীর হাতে এখন একের পর এক ছবির কাজ।  একরত্তি ঈশানকে সামলেও সবটা ব্যালেন্স করে চলছেন নুসরত । অভিনয়ের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও সামলাচ্ছেন বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের বাইরেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ ভালই রয়েছেন নুসরত জাহান।  

1010

 বিগত এক বছর ধরে তাকে ঘিরে রয়েছে রহস্য, যদিও সেই রহস্য জিইয়ে রাখতে বেশি পছন্দ করেন সাংসদ অভিনেত্রী। যদিও সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে একাধিকবার সাহসীকতার পরিচয় দিয়েছেন নুসরত জাহান।  অভিনয়-রাজনীতি-সংসার-সন্তান সামলেও নিজের মতো করে সময় কাটান নুসরত জাহান। তবে মা হওয়ার পর এত দ্রুত ট্রান্সফরমেশন দেখে ঈর্ষাও করেন অনেকেই।এই প্রথমবার ছেলে ঈশানের জন্মের পর একফ্রেমে ধরা দিতে চলেছেন যশ ও  নুসরত জাহান ।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos