কঠিন সময় কোন মন্ত্রে ভালো থাকছেন, তবে কি সিঙ্গল মাদার-এর পথই বেছে নিলেন নুসরত

Published : Jun 29, 2021, 10:14 AM IST

নুসরত জাহান, ক্রমেই তাঁর কাছে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে নানা প্রশ্নের জেরে, সম্পর্ক, সেখান থেকে বিবাদ, ট্রোলিং পাশাপাশি নতুন সম্পর্ক ঘিরে নানা প্রশ্ন। এখানেই শেষ নয়, অন্তঃসত্ত্বা তিনি, গর্ভে থাকা সন্তানের পিতা কে, সেই প্রশ্নেও জেরবার তিনি। তবে এই পরিস্থিতিতে কীভাবে ভালো থাকছেন তিনি, এবার শেয়ার করলেন সেই মন্ত্র। 

PREV
110
কঠিন সময় কোন মন্ত্রে ভালো থাকছেন, তবে কি সিঙ্গল মাদার-এর পথই বেছে নিলেন নুসরত

নুসরত জাহান, এক কথায় বলতে গেলে যাঁর জীবন গত সাত থেকে আট মাসে বদলে গিয়েছে আমুল। 

210

সম্পর্ক থেকে শুরু করে মা হয়ে ওঠা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই যেন কঠিন হতে দেখেছেন তিনি চোখের সামনে। 

310

তবুও ভেঙে পড়া নয়, নিজের পক্ষের যুক্তি খাঁড়া করে লড়াই করতে প্রস্তুত নুসরত জাহান। 

410

নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু। যশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক জুড়ে পরকিয়ার তকমা। 

510

এরই মাঝে ওঠে বিচ্ছেদের ঝড়। এত পর্যন্ত ঠিক ছিল। এরপরই ভয়ানক খবর সামনে আসে, তিনি মা হতে চলেছেন। 

610

অথচ যশ চুপ, নিখিলের সাফ উত্তর তিনি এই সন্তানের পিতা নন। তাহলে! না, এই তাহলের কোনও উত্তর দিতেই রাজি নন অভিনেত্রী। 

710

উল্টে বেবিবাম্প নিয়ে করছেন শ্যুট, পোস্ট দিচ্ছেন, ভালোই আছেন নিজের মত করে। 

810

প্রশ্ন উঠে এখানেই, তবে কি সিঙ্গল মাদারের পথই বেছে নিলেন এবার নুসরত জাহান! 

910

সমস্ত বিতর্ক এড়িয়ে নিজের মত করে ভালোই আছেন অভিনেত্রী তথা সাংসদ। জানালেন, যে কোনও থেরাপি থেকে অনেক ভালো একচিলতে হাসি। 

1010

আর এভাবেই এখন দিনগুনছেন তিনি। সেপ্টেম্বর মাসেই কোল আলো করে আসবে সন্তান। 
 

click me!

Recommended Stories