যশও নন নিখিলও নন, তবে কোন পুরুষকে চুম্বনে ভরিয়ে দিলেন নুসরত

নুসরত জাহান এবং নিখিল জৈনের মধ্যে সম্পর্কের তিক্ততা ক্রমশ বেড়েই চলেছে। এমনই অনুমান করে চলেছে ভক্তরা। সেলেব দম্পতির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেটে বোঝা যাচ্ছে যে একে অপরের বিরুদ্ধে তোপ দাগা ছাড়া তেমন কিছুই করার নেই। ট্রেন্ডের ভাষায় নুসরত যদিও অনেকটাই মুভ অন করে গিয়েছেন বলেই দাবি ভক্তদের। নিজের নিত্যদিনের আপডেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নুসরত। অন্যদিকে জীবনের নানা উপলব্ধি যা বিশেষ করে নেতিবাচকই হয়, সেসব পোস্ট করেন নিখিল। 
 

Adrika Das | Published : Jan 30, 2021 2:36 PM
18
যশও নন নিখিলও নন, তবে কোন পুরুষকে চুম্বনে ভরিয়ে দিলেন নুসরত

সম্প্রতি নুসরতের আপডেটে ভ্রু কুঁচকালো নেটিজেনদের। নিখিলের সঙ্গেও নয়, 'বিশেষ বন্ধু' যশের সঙ্গেও নয়। 

28

একজন অন্য ব্যক্তিকে চুম্বনে ভরিয়ে দিলেন নুসরত। কে এই পুরুষ যার সঙ্গে এমন ঘনিষ্ঠতায় মজে অভিনেত্রী।

38

ব্যক্তির পরিচয় স্বরাজ পারেখ। আরও এক পরিচয় হল, নুসরতের প্রিয় বন্ধু। সেরা বন্ধুদের মধ্যে স্বরাজ একজন। 

48

আজ তারই জন্মদিন। তাই তাকে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন নুসরত। যদিও গাল ঠোঁট ঠেকিয়ে নয়। 

58

দূরত্ব বজায় রেখে ফ্লাইং কিসও করেছেন নুসরত। পুরনো এই ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

68

নিজের বিয়ের সঙ্গীতের সময় তুলেছিলেন এই ছবি। ছবিটি শেয়ার করে নুসরত লিখেছে, "শুভ জন্মদিন, বন্ধু। আজীবন এরই ভাল বন্ধু থাকব আমরা।

78

নুসরতের প্রোফাইল জুড়ে এখন কেবল তাঁর নিজেকে নিয়ে ব্যস্ততা ধরা পড়ছে। শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর আগামী ছবি 'ডিকশনারি'।

88

ব্রাত্য বসুর পরিচালনায় মূল ভূমিকায় দেখা যাবে নুসরত এবং আবির চট্টোপাধ্যায়কে। স্বামী ও স্ত্রীর এক অদ্ভুত সম্পর্ককে তুলে ধরা হয়েছে ছবিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।  

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos