Published : Jan 30, 2021, 11:05 AM ISTUpdated : Jan 30, 2021, 11:34 AM IST
নেটদুনিয়ার সেনসেশনও তিনি, নেটদুনিয়ার কিউটি পাইও তিনি। হট ও স্যুইটের মিলমিশেই সকলকে মুগ্ধ করেন শ্রীমা ভট্টাচার্য। খুব অল্প বয়সেই অভিনয় জগতে পদার্পণ তাঁর। সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে তিনি। আর পাঁচজন টেলি অভিনেত্রীর মত তিনি তেমন মেকআপে ঢাকা সত্ত্বায় বিশ্বাসী নন। নিজের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পছন্দ করেন। তবে কোনও বিতর্ক ছাড়াই।