নেই অন্তর্বাস, পরণে Plunged Neck গাউন, মাত্র ২৩ বছর বয়সেই উষ্ণতার পারদ চড়ালেন শ্রীমা

Published : Jan 30, 2021, 11:05 AM ISTUpdated : Jan 30, 2021, 11:34 AM IST

নেটদুনিয়ার সেনসেশনও তিনি, নেটদুনিয়ার কিউটি পাইও তিনি। হট ও স্যুইটের মিলমিশেই সকলকে মুগ্ধ করেন শ্রীমা ভট্টাচার্য। খুব অল্প বয়সেই অভিনয় জগতে পদার্পণ তাঁর। সেই থেকেই জনপ্রিয়তার শীর্ষে তিনি। আর পাঁচজন টেলি অভিনেত্রীর মত তিনি তেমন মেকআপে ঢাকা সত্ত্বায় বিশ্বাসী নন। নিজের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত মতামত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পছন্দ করেন। তবে কোনও বিতর্ক ছাড়াই। 

PREV
18
নেই অন্তর্বাস, পরণে Plunged Neck গাউন, মাত্র ২৩ বছর বয়সেই উষ্ণতার পারদ চড়ালেন শ্রীমা

নেটদুনিয়ায় তিনি বেশ অ্যাক্টিভ। প্রায় নিত্যদিনই নিজের বিভিন্ন আপডেট নিয়ে হাজির নন শ্রীমা। 

28

সম্প্রতি দার্জিলিংয়ের আশপাশে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার ছবি পোস্ট করেছিলেন শ্রীমা।

38

মানে ভানজংয়ের সামনে শীতের পোশাক পরে দাঁড়িয়ে শ্রীমা। নিজের ক্যানডিড শটগুলিই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

48

তবে দিন কতক আগে নিজের অদেখা ছবি পোস্ট করেছিলেন শ্রীমা। যা দেখে চোখ কপালে তুলেছিল ভক্তমহল। 

58

গাঢ় নীল রঙের প্লাঞ্জড নেকে ধরা দিয়েছিলেন শ্রীমা। তাঁকে এমন অবতারে আগে কখনও দেখা যায়নি। 

68

বোল্ড বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ছবি পোস্ট করলেও এমন বোল্ড পোশাকে তিনি আগে কখনই কোনও ফোটোশ্যুট করেননি। 

78

খোলা মেসি হেয়ারস্টাইল। ফ্রেশ মেকআপ। কোনও গয়না নেই গায়ে। অন্তর্বাস ছাড়াই পরণে কেবল সেই নীল রঙের গাউন। 

88

এমন রূপে তাঁকে দেখে মাথার ঠিক নেই কারোরই। তাঁর এই লুকে মুগ্ধ হয়ে একের পর এক প্রশংসার পুল বেঁধেছে ভক্তরা।

click me!

Recommended Stories