একাধিক ছবি থেকে ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ টলিউড অভিনেত্রী পায়েল সরকার। নেটদুনিয়াতেও ভীষণ অ্যাক্টিভ নায়িকা। হট অবতারে ভক্তদের ধরে রাখতে হামেশাই ছবি পোস্ট করে থাকেন পায়েল সরকার। চরিত্র নিয়ে কাটাছেড়া করতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। তেমনই ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক, সবেতই বাজিমাত পায়েলের।