গা থেকে খুলে পড়ছে পোশাক, হট ক্লিভেজে উষ্ণতা বাড়ালেন বঙ্গতনয়া পায়েল

 একাধিক প্রেম থেকে লিভ ইন হলেও ছাদনাতলায় পৌঁছায়নি তন্বী নায়িকা। বয়স যত বাড়ছে ততই যেন ঠিকরে বেরোচ্ছে তার ভরা যৌবন। সম্প্রতি নিজের ইনস্টা-তে উষ্ণতা মাখানো ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন পায়েল সরকার। মুহূর্তের মধ্যে পুরুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন অভিনেত্রী। ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক, সবেতই বাজিমাত পায়েলের।

Riya Das | Published : Oct 7, 2022 8:45 AM IST
19
  গা থেকে খুলে পড়ছে পোশাক, হট ক্লিভেজে উষ্ণতা বাড়ালেন বঙ্গতনয়া পায়েল

রিল থেকেই রিয়েল সবেতেই নেটিজেনদের নজরে রয়েছেন বাঙালি অভিনেত্রী পায়েল সরকার। অভিনেত্রী পায়েল সরকার  ইতিমধ্যেই টলি পাড়ার প্রতিষ্ঠিত একটি নাম। একাধিক প্রেম থেকে লিভ ইন হলেও ছাদনাতলায় পৌঁছায়নি তন্বী নায়িকা। 

29

বয়স যত বাড়ছে ততই যেন ঠিকরে বেরোচ্ছে তার ভরা যৌবন। সম্প্রতি নিজের ইনস্টা-তে উষ্ণতা মাখানো ভিডিও শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন পায়েল সরকার। মুহূর্তের মধ্যে পুরুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন অভিনেত্রী।

39

বয়স প্রায় ৪০-এর কোটায়। এখন তিনি সিঙ্গল। তার রূপের জাদুতে বুঁদ আট থেকে অষ্টাদশী।  ঠিকরে বেরোচ্ছে স্তনের একাংশ। অভিনেত্রীর হট ক্লিভেজে রাতের ঘুম উড়েছে ভক্তদের। মুহূর্তের মধ্যে ভিড় জমছে  সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ছবি। 

49

একাধিক ছবি থেকে ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ টলিউড অভিনেত্রী পায়েল সরকার। নেটদুনিয়াতেও ভীষণ অ্যাক্টিভ নায়িকা। হট অবতারে ভক্তদের ধরে রাখতে হামেশাই ছবি পোস্ট করে থাকেন পায়েল সরকার। চরিত্র নিয়ে কাটাছেড়া করতে বেশ পছন্দ করেন অভিনেত্রী। তেমনই  ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক, সবেতই বাজিমাত পায়েলের।

59

অভিনেত্রীর হট ফোটোশ্যুটে পাগল হয়েছেন ভক্তরা। প্রতিটা ছবিই দুর্দান্ত । খোলামেলা ফোটোশ্যুটে পায়েলকে দেখেই ঘায়েল হয়েছেন ভক্তরা। লো নেকলাইনে পায়েলকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।খোলা চুলে বোল্ডনেস যেন দ্বিগুণ বেড়ছে। 

69

কেরিয়ারের শুরুতে 'আই লাভ ইউ' ছবিতে দেবের বিপরীতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর একের পর এক ছবিতে তার অভিনয় নজর কাড়ে। শান্ত স্বভাবের মেয়েটি আজ যেন পুরো বিপরীত। সেদিনের পায়েল আর আজকের পায়েলের মধ্যে বিস্তর ফারাক। 

79

বলিউডেও ইতিমধ্যেই ডেবিউ করেছেন অভিনেত্রী। কুনাল খেমুর বিপরীতে অভিনয় করেছিলেন পায়েল। হিন্দি ধারাবাহিকেও অভিনয় করেছেন অভিনেত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শান্ত স্বভাবের ছাত্রীর এই লুক দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে কীভাবে তাল মিলিয়ে চলতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত নায়িকা।

89

বিকিনি লুকে বোল্ড অবতারে  সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করেও লাইমলাইটে থাকেন অভিনেত্রী। বয়সের সঙ্গেই যেন পাল্লা দিয়ে তার গ্ল্যামার বাড়ছে। এখনও সিঙ্গল রয়েছেন পায়েল। ছাদনাতলায় কবে যাবেন তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। তবে বয়স যাই হোক সাহসী অবতারে নিউকামারদেরও হার মানাচ্ছে টলিপাড়ার বং বিউটি পায়েল।
 

99

বয়সের সঙ্গেই যেন পাল্লা দিয়ে তার গ্ল্যামার বাড়ছে। সম্প্রতি  নিজের ইন্সটাগ্রামে বোল্ড ছবিতে নিজেকে ধরা দিয়েছেন পায়েল। অভিনেত্রীর এহেন বোল্ড অবতার নেটিজেনদের নজর কেড়েছে। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ারা পাতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos