জামিন খারিজ, ছাড়া পেলেন না পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিক, মেয়াদ বাড়ল পুলিশি হেফাজতের

পল্লবীর লিভ-ইন পার্টনারকে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ  দিয়েছিল আলিপুর আদালত। অভিনেত্রীর লিভ-ইন পার্টনারকে  ২৬ শে মে পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে বলে জানিয়েছিল আদালত। তারপর থেকেই অভিনেত্রীর লিভ-ইন পার্টনারকে লাগাতার জেরা করেই চলেছে পুলিশ। আজই ছিল সেই দিন। অভিযুক্ত কি আদৌ জামিন পাবেন তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা। অবশেষে রেহাই পেলে না। পল্লবীর আকস্মিক মৃত্যুতে আজও জামিনে ছাড়া পেলেন না সাগ্নিক চক্রবর্তী। আগামী ৩০ শে মে পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে থাকতে হবে,তেমনটাই নির্দেশ দিল আদালত। 

Riya Das | Published : May 26, 2022 5:26 PM
110
জামিন খারিজ, ছাড়া পেলেন না পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিক, মেয়াদ বাড়ল পুলিশি হেফাজতের

টলি অভিনেত্রী পল্লবী দের মৃত্য রহস্য নিয়ে ধোঁয়াশা যেন বেড়েই চলেছে। পল্লবীর আকস্মিক মৃত্যুকে প্রথম থেকে খুন বলে দাবি করেছেন প্রয়াত অভিনেত্রীর বাবা। সেইমতোই খুনে অভিযোগও দায়ের করেন থানায়।  আর্থিক প্রতারণার অভিযোগে দায়ের করেছিসেন  সাগ্নিকের নামে।

210

ইতিমধ্যেই পল্লবীর লিভ-ইন পার্টনারকে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ  দিয়েছিল আলিপুর আদালত। অভিনেত্রীর লিভ-ইন পার্টনারকে  ২৬ শে মে পর্যন্ত পুলিশি হেফাজতে থাকতে হবে বলে জানিয়েছিল আদালত। তারপর থেকেই অভিনেত্রীর লিভ-ইন পার্টনারকে লাগাতার জেরা করেই চলেছে পুলিশ। 

310

আজই ছিল সেই দিন। অভিযুক্ত কি আদৌ জামিন পাবেন তা নিয়ে চলছিল বিস্তর জল্পনা। অবশেষে রেহাই পেলে না। পল্লবীর আকস্মিক মৃত্যুতে আজও জামিনে ছাড়া পেলেন না সাগ্নিক চক্রবর্তী। আগামী ৩০ শে মে পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে থাকতে হবে,তেমনটাই নির্দেশ দিল আদালত।

410

১৫ মে রবিবার সকাল ৯ টা ৫০ মিনিটে গড়ফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পল্লবী দে-র নিথর দেহ। মৃত্যুর পর কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি অভিনেত্রীর ফ্ল্যাট থেকে। ল্লবীর রহস্য মৃত্যুতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রয়াত অভিনেত্রীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে। এবার রহস্য মৃত্যুর জট খুলতে অভিনেত্রীর লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

510

 জানা গিয়েছে মৃত্যুর আগের দু-দিন কোনও শুটিং ছিল না। তারপর শনিবারও বাইরে গিয়েছিল তার। সেদিন তাদের মধ্যে কোনও গন্ডগোল হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত্যুর ঠিক ৭২ ঘন্টা আগে কী হয়েছিল , কীসের জন্য এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিতে হল পল্লবীকে তা জানতে চাইছে পল্লবীর থেকে। 

610

পল্লবীর রহস্য মৃত্যুতে সন্দেহের তির তার  লিভ-ইন পার্টনারের দিকে।   পল্লবীর মৃত্যুর পর থেকেই কাঠগড়ায় দাঁড়িয়েছে তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তী।  খুন থেকে প্রতারণা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে সাগ্নিকের বিরুদ্ধে। পাশাপাশি চরিত্র নিয়ে নানা প্রশ্ন তুলেছে পল্লবীর পরিবার। 

710

 মেয়ের উপর শারীরিক নির্যাতন চালাত সাগ্নিক। গায়ে হাত দিত এই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। সাগ্নিকের বাবা  ও মাকে জিজ্ঞাসাবাদ করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে সাগ্নিক জানিয়েছেন, পল্লবীর হাতে টাকা ফুরিয়ে আসছিল বলে বেশ চিন্তিত ছিলেন। 

810

বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ডেও টাকা বিনিয়োগ করেছিলেন। এমনকী ইএমআই দিয়ে গয়নাও কিনেছিলেন। সেই টাকা নিয়ে চিন্তায় পড়ে গেছিলেন। তার জন্যই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন। আদৌ কি এটা সত্যি নাকি নিজেরপ পিঠ বাচানোর জন্য এই কথা বলছেন, তা নিয়ে সন্দেহ বাড়ছে। 

910

সাগ্নিকের মাসিক আয় প্রায় ২০ হাজার টাকা। কিন্তু এই সামান্য় মাইনের চাকরিতেই বিলাসবহুল জীবনযাপন করত সে। লাখ লাখ টাকার উপহার থেকে অডি গাড়ি কী ছিল না সাগ্নিকের। কিন্তু এত টাকা কে দিত সাগ্নিককে, তা খতিয়ে দেখছে পুলিশ। এমন কী কাজ করতেন যে এত বিলাসবহুল জীবনযাপন করত সাগ্নিক। তদন্তকারীরা জানতে পেরেছে নিউ টাউনে একটি কল সেন্টার চালাতেন সাগ্নিক।  পুলিশ জানিয়েছে, ওই কল সেন্টারটিও ভুয়ো ছিল।

1010

 সাগ্নিক তার এবং তার বাবার নামে  নিউটাউনে ৮০ লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনেন। যেখানে ৫৭ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন পল্লবী চক্রবর্তী। ফ্ল্যাটের ইএমআইও দিতেন পল্লবী। এমনকী দুজনে মিলে গাড়িও কিনেছিলেন তারা, সেখানেও অনেক টাকা দিয়েছিলেন পল্লবী। এবার আর্থিক পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।  

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos