শরীরী প্রেমের নেশায় মত্ত অন্তঃসত্ত্বা নুসরত, চাদরে মুড়ে কাকে আদুরে বার্তা দিলেন 'মম টু বি'

Published : Jul 24, 2021, 10:43 AM IST

সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ নেই। গত কয়েকমাস ধরেই মিডিয়াকে এড়িয়ে চলছেন টলিপাড়ার হবু মা। সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলছে ফুটফুটে সন্তান। ৭ মাসের সন্তানসম্ভবা টলি অভিনেত্রী নুসরত জাহান। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী। যদি প্রেগন্যান্সিতেও থেমে নেই তিনি। ৭ মাসের গর্ভের সন্তানকে নিয়েই একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী। ফের বুমেরাং ভিডিও শেয়ার করে চাদরে মুড়ে ভালবাসার বার্তা পাঠালেন নুসরত জাহান, কিন্তু কাকে পাঠালেন এই উষ্ণ প্রেমের বার্তা, তা খোলসা করেননি অভিনেত্রী।

PREV
110
শরীরী প্রেমের নেশায় মত্ত অন্তঃসত্ত্বা নুসরত, চাদরে মুড়ে কাকে আদুরে বার্তা দিলেন 'মম টু বি'

৭ মাসের গর্ভের সন্তানকে নিয়েই একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী। সেপ্টেম্বরেই আসতে চলেছে নুসরতের গর্ভের সন্তান।

210

 বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী। যদি প্রেগন্যান্সিতেও থেমে নেই তিনি। ৭ মাসের গর্ভের সন্তানকে নিয়েই একের পর এক নয়া চমক দিচ্ছে সাংসদ অভিনেত্রী। 

310

ফের বুমেরাং ভিডিও শেয়ার করে চাদরে মুড়ে ভালবাসার বার্তা পাঠালেন নুসরত জাহান, কিন্তু কাকে পাঠালেন এই উষ্ণ প্রেমের বার্তা, তা খোলসা করেননি অভিনেত্রী।
 

410

যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম হোক কিংবা নিখিলের সঙ্গে ডিভোর্স বিতর্ক অথবা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, সোশ্যাল মিডিয়ায় মনের ভাব প্রকাশ করে চলেছেন হবু মা নুসরত।

510

যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম হোক কিংবা নিখিলের সঙ্গে ডিভোর্স বিতর্ক অথবা অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, সোশ্যাল মিডিয়ায় মনের ভাব প্রকাশ করে চলেছেন হবু মা নুসরত।

610

ভিডিওর ক্যাপশনে লেখা, আমার তরফে ভালবাসা পাঠালাম তোমায়। পাশে ভালবাসার চিহ্ন এঁকে দেন নুসরত।

710


তবে কোন ঠিকানায় নুসরত তার ভালবাসা পাঠাচ্ছেন, তা কিছু স্পষ্ট করে জানাননি সাংসদ অভিনেত্রী। তবে তার পোস্ট দেখেই জল্পনা বাড়ছে অনুরাগীদের মধ্যে।

810

নুসরত যে আঁকতে ভালবাসেন তা সকলেরই জানা। সময় পেলেই নিজের  যাবতীয় রং ঢেলে দেন সাদা ক্যানভাসে।
 

910

গর্ভাবস্থায় সময় কাটাতে ফের আঁকাতে মন দিয়েছেন সাংসদ অভিনেত্রী। রং-তুলির জাদুতে এবং নুসরতের হাতের টানেই যেন অন্য মাত্রা পেয়েছে  লাভ বার্ডস।

1010


নিজের ব্যক্তিগত জীবনটাই  কি লাভ বার্ডসের ছবি এঁকে বুঝিয়ে দিলেন নাকি সময় কাটানোর সবচেয়ে প্রিয় জায়গায় খানিকটা  মন ভাল করলেন, উত্তর খুঁজছেন নেটিজেনরা।

click me!

Recommended Stories