'সহবাস' সঙ্গী যশকে নিয়েই হাসপাতালে গেলেন নুসরত, আগামীকালই কি সন্তানের জন্ম দেবেন 'মম টু বি'

গর্ভাবস্থার একেবারে শেষ পর্যায়ে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সূত্র বলছে চলতি মাসেই আসতে চলেছে গর্ভের সন্তান। সূত্রের খবর প্রেমিক তথা সহবাস সঙ্গী যশকে নিয়েই শহরের বেসরকারি হাসপাতালে গেছেন নুসরত জাহান। ইতিমধ্যে নাকি ভর্তিও হয়ে গেছেন নুসরত। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই নাকি সন্তানের জন্ম দেবেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
 

Riya Das | Published : Aug 25, 2021 5:27 AM IST / Updated: Aug 25 2021, 10:59 AM IST
110
'সহবাস' সঙ্গী যশকে নিয়েই হাসপাতালে গেলেন নুসরত, আগামীকালই কি সন্তানের জন্ম দেবেন 'মম টু বি'

প্রেগন্যান্সির একেবারে শেষ পর্যায়ে রয়েছেন নুসরত জাহান। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সূত্র বলছে চলতি মাসেই আসতে চলেছে গর্ভের সন্তান।  

210

সূত্রের খবর প্রেমিক তথা সহবাস সঙ্গী যশকে নিয়েই শহরের বেসরকারি হাসপাতালে গেছেন নুসরত জাহান। ইতিমধ্যে নাকি ভর্তিও হয়ে গেছেন নুসরত। 
 

310


আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই নাকি সন্তানের জন্ম দেবেন নুসরত জাহান। সেপ্টেম্বর নয়, বরং একমাস আগেই আগস্টেই নুসরতের কোল আলো করে আসতে চলেছে নতুন অতিথি।

410

সূত্র থেকে আরও জানা যাচ্ছে,  সন্তান জন্মের সময় যেন  যশ তার পাশে থাকেন, তেমনটাই চিকিৎসককে অনুরোধ জানিয়েছেন নুসরত।

510


অন্তঃসত্ত্বা নুসরতকে কতখানি নিজের কাছে আগলে রেখেছেন  সহবাস সঙ্গী যশ, তার প্রমাণও কয়েকদিন আগে মিলেছে। নীতি পুলিশের চোখরাঙানিকে উপেক্ষা করেই  টলিপাড়ার হবু মা নুসরতের সঙ্গে খুল্লামখুল্লা রোম্যান্সে মজেছিলেন যশ দাশগুপ্ত। 

610


নুসরত জাহান ও যশ দাশগুপ্তের প্রেমকাহিনি এখন টলিপাড়ার বহুলচর্চিত কিসসা লুকোছাপা-রাখঢাক এখন অতীত। এতদিন আকার ইঙ্গিতে নিজেদের সম্পর্কের কথা বললেও এবার জনসমক্ষে ধরা দিলেন দুজনে।

710

নুসরতের গর্ভের সন্তানের বাবার পরিচয় এখনও জানা যায়নি। পিতৃপরিচয় গোপন রেখেই মা হতে চলেছেন নুসরত।  তবে সন্তানের পিতা যশ কিনা তাও খোলসা করেননি অভিনেত্রঈ।
 

810

সম্প্রতি ভিডিও বার্তায় প্রকাশ্যে এলেন টলিপাড়ার মম টু বি নুসরত জাহান। আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাংলা তথা সারা ভারতবর্ষের ছাত্র সমাজের প্রতি বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ  অভিনেত্রী নুসরত নিজের মন্তব্য রেখেছেন। 

910

সম্প্রতি ভিডিও বার্তায় প্রকাশ্যে এলেন টলিপাড়ার মম টু বি নুসরত জাহান। আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাংলা তথা সারা ভারতবর্ষের ছাত্র সমাজের প্রতি বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ  অভিনেত্রী নুসরত নিজের মন্তব্য রেখেছেন। 

1010

নুসরত  নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা কিন্তু বেশস্পষ্ট। বর্তমান সময়ে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলে অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos