গায়ে জ্বর, দিদি নম্বর ১ শ্যুটিং ফ্লোর থেকে ছুটি নিলেন রচনা, করোনা টিকা ঘিরে জল্পনা তুঙ্গে

শ্যুটিং ফ্লোর থেকে ছুটিতে গেলেন সকলের প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায়। গায়ে রয়েছে জ্বর, তবে কারণ কি, ছবি শেয়ার করেই তা প্রকাশ্যে আনলেন বং ডিভা। জানালেন ঠিক কি কারণে তিনি রয়েছেন ছুটিতে। তবে কারণ জানার পরই প্রশ্নের ভিড় নেট মহলে। 

Jayita Chandra | Published : Mar 10, 2021 10:10 AM
110
গায়ে জ্বর, দিদি নম্বর ১ শ্যুটিং ফ্লোর থেকে ছুটি নিলেন রচনা, করোনা টিকা ঘিরে জল্পনা তুঙ্গে

বাংলার ঘরে ঘরে বিকেলে ড্রইং রুমে সকলের প্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ১। এই রিয়ালিটি শো-এর কেন্দ্রেই থাকেন রচনা। 

210

রচনা বন্দ্যোপাধ্যায়, বলিউড-টলিউড কাঁপিয়ে এখন ঝড় তুলছেন ড্রইং রুমে। 

310

দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই রিয়ালিটি শো-এ মানুষ মন খুলে কথা বলে প্রিয় রচনার সঙ্গে। 

410

উঠে আসে অনেক না বলা কথা, স্ট্রাগেল থেকে শুরু করে জয়ের ইতিহাস। তবে এই রিয়ালিটি শো-এর সেট থেকেই ছুটি নিলেন রচনা। 

510

গায়ে রয়েছে জ্বর। পাশাপাশি বমি বমি ভাব রয়েছে শরীরে। কী হল রচনার, খবর প্রকাশ্যে আসা মাত্রই উদ্বেগ ছড়ায়। 

610

না, চিন্তার কোনও বিষয় নয়, উল্টে করোনা থেকে বাঁচতে এবার টিকা নিলেন রচনা। তবে সেই ছবি প্রকাশ্যে আসতেই উঠল প্রশ্ন।

710

এখনও হয়নি রচনার ৬০ বছর, বর্তমানে সকলকে দেওয়া হচ্ছে না এই টিকা। শুধু মাত্র যাঁদের ভোটের কাজ ও জরুরী ব্যবস্থার সঙ্গে যুক্ত রাখা হয়েছে, তাঁরা পাচ্ছেন। 

810

সঙ্গে পাচ্ছেন প্রবীনরা। সরকারি বেসরকারি দুই জায়গা থেকেই মিলছে এই ভ্যাকসিন। তবে কেন রচনা পেলেন, তা এখনও স্পষ্ট নয়। 

910

যদিও অনেককেই বর্তমানে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে। সেই ছবি প্রকাশ্যেও আসছে। আর সেই ভ্যাকসিন নেওয়ার ফলেই শরীর খানিকটা খারাপ। 

1010

তাই দুটো দিন শ্যুটিং ফ্লোর থেকে ছুটি নিলেন তিনি। সেই খবর জানালেন নেট দুনিয়ায়। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos