Published : Oct 24, 2020, 12:13 PM ISTUpdated : Oct 24, 2020, 12:18 PM IST
সৃজিত মুখোপাধ্যায় এবং রফিয়ত রসিদ মিথিলার পুজো কাটচছে সাজগোজ এবং বাড়ির আড্ডায়। সাদা রঙের শাড়িতে মিথিলা অন্যদিকে সাদা রঙের পাঞ্জাবীতে সৃজিত। সেলেব দম্পতিকে বহুদিন পর একসঙ্গে বেজায় খুশি ভক্তরা। সম্প্রতি তাঁদের জীবনে হয়েছে নতুন সদস্যদের আগমণ। আয়রার প্রতি ভালবাসার তবে কি ভাগ হবে এখন সেই দুই নতুন সদস্যের সঙ্গে। কারণ তারা এখন রীতিমত ছোট। আদর যত্নই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই দুই সদস্য হল দুটি কচ্ছপ। একটির নাম হ্যারি, অন্যটির নাম হারমায়নি।