আলতো আলিঙ্গনে সৃজিত-মিথিলার পুজোর প্রেম, 'ট্যুইনিং'-এ উঠে এল সেরার সেরা জুটির নাম

সৃজিত মুখোপাধ্যায় এবং রফিয়ত রসিদ মিথিলার পুজো কাটচছে সাজগোজ এবং বাড়ির আড্ডায়। সাদা রঙের শাড়িতে মিথিলা অন্যদিকে সাদা রঙের পাঞ্জাবীতে সৃজিত। সেলেব দম্পতিকে বহুদিন পর একসঙ্গে বেজায় খুশি ভক্তরা। সম্প্রতি তাঁদের জীবনে হয়েছে নতুন সদস্যদের আগমণ। আয়রার প্রতি ভালবাসার তবে কি ভাগ হবে এখন সেই দুই নতুন সদস্যের সঙ্গে। কারণ তারা এখন রীতিমত ছোট। আদর যত্নই তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এই দুই সদস্য হল দুটি কচ্ছপ। একটির নাম হ্যারি, অন্যটির নাম হারমায়নি।
 

Adrika Das | Published : Oct 24, 2020 12:13 PM / Updated: Oct 24 2020, 12:18 PM IST
19
আলতো আলিঙ্গনে সৃজিত-মিথিলার পুজোর প্রেম, 'ট্যুইনিং'-এ উঠে এল সেরার সেরা জুটির নাম

এই দুই মিথিলার পরিবারের পোষ্য নয়, তার থেকেও হয়তো বেশি বড় জায়গা পেয়ে মানুষ হবে। পুজোয় ভক্তেদর এই উপহারটি দিয়ে চমক দেন মিথিলা।

29

প্রসঙ্গত, মিথিলার ছবিতেই সাধারণত মুগ্ধ হয় এপার বাংলা থেকে ওপার বাংলা। তাঁর স্নিগ্ধতায় মিশে যায় কবিতার ছন্দ। 

39

বিনা মেকআপেই সৌন্দর্যের ভিন্ন রূপ তুলে ধরার ক্ষমতা রাখেন এই বাংলাদেশি সুন্দরী। 

49

পুজোর মধ্যে স্ত্রীর সঙ্গে দিব্যি করে বেড়াচ্ছেন ট্যুইনিং। মিথিলার মতই সাদা পাঞ্জাবীতে পুজোয় সেজে উঠেছেন পরিচালক। 

59

মিথিলার লাবণ্যে যেমন মন জুড়িয়ে যায় নেটিজেনের তেমনই সৃজিতের ম্যানলি লুক নজর কাড়ছে সকলের।

69

তাঁরা যে এখন পুজোর সেরার সেরা জুটির মধ্যে একজন তা নিয়ে কোনও সন্দেহই আর নেই। 

79

বাদ দেওয়া চলে না আয়রাকেও। মা-বাবার সাজের সঙ্গে মানিয়ে বেগুনি রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে। 

89

মায়ের সাদা শাড়ির মাঝে তাঁর বেগুনি যেন বড়ই সুন্দর। এ যেন একেবারে পারফেক্ট ফ্যামিলি ফ্রেম। 

99


ইতিমধ্যে মিথিলার লাল স্লিভলেস ব্লাউজ, হালকা গয়না, লেস মেকআপই হয়ে উঠেছে নতুন প্রজন্মের মেয়েদের আদর্শ স্টাইল স্টেটমেন্ট।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos