ক্যান্সারে আক্রান্ত মিমির পোষ্য, পুরোনো মান-অভিমান ভুলে আরোগ্য কামনা করলেন প্রাক্তন প্রেমিক রাজ

সম্পর্কের মাঝে থাকা উত্তেজনা ঝড় হয়ে এক সময় ধরা দিয়েছিল প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের শিরোনাম, একের পর এক খবরে তখন স্থান করে নিয়েছিল একটাই জুটির নাম মিমি চক্রবর্তী ও রাজ চক্রবর্তী। সেই অভিমানের বরফই এবার গলছে। 

Jayita Chandra | Published : Mar 1, 2021 3:24 PM
112
ক্যান্সারে আক্রান্ত মিমির পোষ্য, পুরোনো মান-অভিমান ভুলে আরোগ্য কামনা করলেন প্রাক্তন প্রেমিক রাজ

মিমি চক্রবর্তীর সঙ্গে রাজ চক্রবর্তীর সম্পর্কের খবর যখন টলিউডে ঝড় তুলছে তখনই সামনে আসে শুভশ্রীর নাম। 

212

রাজের জীবনে উঁকি মেরেছে নতুন সম্পর্ক। তা নিয়েই শুরু হয়েছিল এক কথায় মান অভিমানের পালা। 

312


সঠিক যুক্তিতে কার পাল্লা ভারী তা নিয়ে রীতিমত চলত তর্জা। যদিও এই সব কিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রাজ। 

412

তবে তার পর থেকে খুব একটা বেশি রাজ-শুভশ্রী-মিমিকে এক ফ্রেমে পাওয়ার আশা করেনি কেউ। 

512

তবে সেসব এখন অতীত। মিমি লোকসভা নির্বাচনে জিতে যাওয়ার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী। 

612

তখনই নজরে আসে তারকাদের মধ্যে অভিমানের পাহাড় গলার আঁচ। তবে এবার মন ভাঙল মিমির। 

712

ক্যান্সারে আক্রান্ত মিমির প্রিয় পোষ্য চিকুর। মিমির ভক্তমহল সকলেই জানে মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবনে এই দুই পোষ্যের ভুমিকা ঠিক কতটা। 

812

তাদের জন্মদিন পালক করা থেকে শুরু করে মজার খেলায় মাতা, সবটাই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। 

912

বর্তমানে চেন্নাইতে চিকিৎসা চলছে চিকুর। এই অবস্থায় সকলেই দ্রুত আরোগ্য কমনা করছে চিকুর হয়ে।

1012

এই দেখে নিজেকে থামিয়ে রাখতে পারলেন না পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনিও চিকুর আরোগ্য কামনা করলেন। 

1112

এই পোস্ট দেখা মাত্রই বেজায় খুশ মিমির ভক্তমহল। সকলের একযোগে প্রার্থনাতে দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক চিকু। অপেক্ষা এখন সেই দিনের। 

1212

নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos