আর সেই ছোটটি নেই দিতিপ্রিয়া, ক্রমশ হয়ে উঠছেন লাস্যময়ী, আট থেকে আশির মন কাড়লেন 'রাসমণি'

'রাণী রাসমণি' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শিশুশিল্পী হিসেবে কাজ করতে করতেই কখন যে রীতিমত লেডিলাইক হয়ে উঠেছেন তা খেয়ালই করা যায়নি। তবে এই পরিবর্তনে দিতিপ্রিয়া নিজের রূপের বহরেই যে সকলকে মুগ্ধ করেছেন নিজের লাবণ্যে। রাণী রাসমণি ধারাবাহিকে তাঁকে যে রূপে দেখা যায়, ব্যক্তিগত জীবনে একেবারে ভিন্ন অবতারে দেখা যায় তাঁকে। 

Adrika Das | Published : Nov 28, 2020 7:39 AM IST / Updated: Nov 28 2020, 01:16 PM IST
18
আর সেই ছোটটি নেই দিতিপ্রিয়া, ক্রমশ হয়ে উঠছেন লাস্যময়ী, আট থেকে আশির মন কাড়লেন 'রাসমণি'

টম বয়ইশ সাজ পোশাকে দেখা যায় তাঁকে সর্বদা। বয় কাট চুলেই দিতিপ্রিয়া সাধারণত সাবলিল। 

28

ভারতীয় পোশাকে তাঁকে দেখা গেলেও টম বয়ইশ হেয়ারকাটেই নিজেকে মেলে ধরেন একেবারে অন্য রূপে।

38

তবে এবারে নিজের চেনা ছক ভেঙে সাবেকিয়ানায় ধরা দিলেন দিতিপ্রিয়া। এই সাবেকিয়ানার সঙ্গে যদিও রাণী রাসমণির কোনও সম্পর্ক নেই। 

48


এই সাজ সাবেকিয়ানার সঙ্গে হালকা ক্লাসি ব্যাপারটাও রয়েছে। লম্বা ঘন চুলে টাইট কার্লস। 
 

58

টপ কাট ব্লাউজে ক্যুইন স্লিভ এখন ট্রেন্ডিংয়ে। সেই ফ্যাশন ট্রেন্ড নিজের স্টাইলে তৈরি করেছেন দিতিপ্রিয়া। 

68

নীল রঙের সিল্ক হ্যান্ডলুম শাড়ি। লম্বা ঘন তুল গিয়েছে কোমর অবধি। গয়নায় দিতিপ্রিয়া বেছে নিয়েছেন রূপোলির টাচ। 

78

দিতিপ্রিয়াকে এমন রূপে চট করে দেখা যায় না। যার কারণে আট থেকে আশি এখন ঝুঁকেছে তাঁর প্রোফাইলের দিকেই। 

88

দিতিপ্রিয়া এখন সেই ছোট্টটি আর নেই। বয়স যত বাড়ছে ততই লাস্যময়ী হয়ে উঠছেন তিনি। 

 

Share this Photo Gallery
click me!

Latest Videos