Published : Mar 10, 2021, 11:29 AM ISTUpdated : Mar 10, 2021, 12:48 PM IST
ঋতাভরী চক্রবর্তী, নিজের অভিনয় থেকে গান, মডেলিং-এর হট পোজ, একাধিক কারণে তিনি বেশ পছন্দের স্টার ভক্তমহলের চোখে। সেই সুপারস্টারই এখন হাসপাতালের বেডে। ছবি দেখা মাত্রই চমকে উঠলেন ভক্তরা। কী হয়েছে অভিনেত্রীর।