সাত মাসের অসহ্য কষ্ট, অবশেষে হাসপাতালে ভর্তি ঋতাভরী, কী হল বংডিভার, উদ্বেগ ভক্তমহলে

ঋতাভরী চক্রবর্তী, নিজের অভিনয় থেকে গান, মডেলিং-এর হট পোজ, একাধিক কারণে তিনি বেশ পছন্দের স্টার ভক্তমহলের চোখে। সেই সুপারস্টারই এখন হাসপাতালের বেডে। ছবি দেখা মাত্রই চমকে উঠলেন ভক্তরা। কী হয়েছে অভিনেত্রীর। 

Jayita Chandra | Published : Mar 10, 2021 11:29 AM / Updated: Mar 10 2021, 12:48 PM IST
19
সাত মাসের অসহ্য কষ্ট, অবশেষে হাসপাতালে ভর্তি ঋতাভরী, কী হল বংডিভার, উদ্বেগ ভক্তমহলে

ঋতাভরী চক্রবর্তী মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের নজর কাড়েন। 

29

হটপোজে উষ্ণতার পারদ চরানো যেন তাঁর বা হাতের খেল। বরাবরই সক্রিয় ঋতাভরী সোশ্যাল মিডিয়ার পাতায়। 

39

ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। একের পর এক ছবি, তারওপর অভিনেত্রীর গলায় গান, একাধিক কারণেই তিনি পছন্দের তালিকায় বর্তমান। 

49

বলিউড থেকে টলিউড দুই সমান তালে ব্যালন্স করতে চান তিনি। ভালো গল্প হলেই হবে, ভাষা কোনও বাধা নয় ঋতাভরীর কাছে। 

59

যার ফলে তাঁর ভক্তসংখ্যা গোটা দেশ জুড়ে। সেই অভিনেত্রীই স্বাস্থের কারণে এতটা ভুগছিলেন! কখনও টের পাইনি কেউ। 

69

অবশেষে হাসপাতালে ভর্তি হওয়ার পর সেই রহস্য হল খোলসা। নিজেই জানালেন ঋতাভরী, তিনি অসুস্থ ছিলেন।

79

সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানা থেকে এই পোস্ট করেন ঋতাভরী। ছবি তুলে দিয়েছেন তাঁর মা। 

89

অপারেশন হয়ে গিয়েছেয তিনি ভালো আছেন। গত সাতমাস তিনি বেজায় কষ্ট ভোগ করেছিলেন বলেও জানান ঋতাভরী। 

99

এই পোস্ট দেখা মাত্রই উদ্বেগ ছড়ালো ভক্তমহলে। সকেই দ্রুত আরোগ্য কামনা করলেন ঋতাভরীর। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos