বিজয়া দশমীতে মেতে উঠেছে মহানগর। আর তারই সঙ্গে মনখারাপের পালা। আবার অন্যদিকে পরের বছরের জন্য অপেক্ষা। তবে কম যায় সুদূর সিঙ্গাপুরও। কারণ সেখানে যে থাকেন বাংলার সেরা অভিনেত্রী ঋতুপর্ণা। সাদা-লাল শাড়িতে -ডিজাইন করা মাস্কে কোভিড মেনেও একদিকে যেমন চলছেন, অপরদিকে আছে তেমেই সংষ্কৃতির টান।