লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেকটাই দূরে রয়েছেন মহাভারত-এর 'দ্রৌপদী' ওরফে রূপা গঙ্গোপাধ্যায় । অভিনয়ে এখন আর সেভাবে দেখা যায় না অভিনেত্রী রূপা গাঙ্গুলীকে। জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এর 'দ্রৌপদী' হিসেবেই সুখ্যাতি অর্জন করেছিলেন রূপা। বাঙালি কন্যা হয়েও হিন্দি ধারাবাহিকে তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তবে ব্যক্তিগত জীবনটা মোটেই সুখকর ছিল না দ্রৌপদী রূপার। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খুল্লামখুল্লা আলোচনা করেন না রূপা গঙ্গোপাধ্যায়। ১৯৯২ সালে মেকানিকাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখোপাধ্যায়কে বিয়ে করেও জীবনে সুখী হননি অভিনেত্রী। স্বামীর অত্যাচারে বিরক্ত হয়ে একবার নয়, বরং তিনবার আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। কেন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায় কারণ জানলে চমকে যাবেন।