'সর্বজয়া' (Sarbojaya) : জি বাংলার ধারাবাহিক 'সর্বজয়া'র হাত ধরেই দর্শকদের মন জিতে নিয়েছেন বাংলা চলচ্চিত্রের প্রথম সারির অভিনেত্রী দেবশ্রী রায়। দীর্ঘদিন বাদে ধারাবাহিক দিয়েই ফের পর্দায় ফিরছেন দেবশ্রী রায়। তবে পর্দার ফেরার পর থেকেই যেন একের পর এক গোল দিচ্ছেন সর্বজয়া চৌধুরী। তার অভিনয় নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। তার সহজাত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন দেবশ্রী রায়। তবে প্রতিটা পরতে পরতে যেন তার দীর্ঘ লড়াই। লড়াই-সংগ্রাম করেই নিজেকে বারেবারে প্রমাণ করছেন সর্বজয়া। কোনও বিপদই যেন তাকে টলাতে পারছে না। স্বামী সঞ্জয় চৌধুরী অসুস্থ হওয়ার পর থেকেই নয়া রূপে সর্বজয়াকে দেখতে পাচ্ছেন দর্শকরা। ঘরোয়া ছাপোষা গৃহবধূ যেন রাতারাতি হয়ে উঠেছেন সাক্ষাৎ দশভূজা। ঘরে-বাইরে সমান তালে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন সর্বজয়া। পরিবারের সকলেই তাকে কোণঠাসা করার চেষ্টা করলেও তাতে সকলেই ব্যর্থ হচ্ছেন। কারণ নিজের লক্ষ্য এবং বুদ্ধি দিয়েই প্রতিটা পদক্ষেপ সফল হচ্ছেন বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় চৌধুরীর স্ত্রী সর্বজয়া চৌধুরী।সর্বজয়া হল একজন গৃহিনীর চিত্তাকর্ষক কাহিনী, যিনি তার নিজের প্রতিভা এবং নিজের জীবনের জন্য নিজের সন্তানকে লালন -পালন করতে এবং নিজের সম্পর্কে দুবার চিন্তা না করেই তার পরিবারের দেখাশোনা করার জন্য আত্মত্যাগ করছেন। এক নারীর সমস্ত প্রতিকূলতা জয় করে এগিয়ে চলার গল্প বলছে সর্বজয়া। আর কী কী প্রতিকূলতা জয় করে স্বামীকে সুস্থ করে তুলবে সর্বজয়া, নতুন বছরে আর কী কী টুইস্ট আসতে চলেছে, তার অপেক্ষাতেই রয়েছে দর্শক।