সায়ন্তিকার বাবাকে তাঁর প্রেমিক ভেবে ভুল করল ভক্ত, জবাব দিলেন অভিনেত্রী

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বাবাকে অভিনেত্রীর বয়ফ্রেন্ড ভেবে ভুল করে বসল এক নেটিজেন। অবশ্য এমন ভুল করে ফেলার কারণ হল সায়ন্তিকার বাবার চেহারা ও রূপ। গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, পেশায় একজন ফিটনেস ট্রেনার। তাঁর ফিজিক দেখলে কেউ ধরতেই পারবে না যে তাঁর ৩৩ বছর বয়সী একটি মেয়ে আছে। তিনি নিজেকে এতটাই মেনটেনড রেখেছেন যে এক নেটিজেন তাঁকে সায়ন্তিকার প্রেমিক ভেবে বসল। যদিও তাকে বেশ ভাল-মন্দ শুনিয়ে ফেলেছে সায়ন্তিকারব ভক্তরা। তবুও নেটদুনিয়ায় গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু হয়েছে নানা চর্চা। এমনও কয়েকজন মহিলারা আছে যারা সায়ন্তিকার বাবার ভক্ত হয়ে উঠেছে। 

Adrika Das | Published : May 10, 2020 8:10 PM
112
সায়ন্তিকার বাবাকে তাঁর প্রেমিক ভেবে ভুল করল ভক্ত, জবাব দিলেন অভিনেত্রী

সায়ন্তিকা প্রায়সই তাঁর বাবার সঙ্গে ওয়ার্ক আউট করেন। তাঁর বাবাও পেশায় একজন ফিটনেস ট্রেনার। 
 

212

সল্ট লেকের একটি ফিটনেস ট্রেনিং সেন্টারে তিনি বহু মানুষদের ফিটনেসের ক্লাস করান।

312

সায়ন্তিকার সঙ্গে তাঁর ছবি দেখলে যে কারও পক্ষে ধরা মুশকিল যে তাঁর আসল বয়স কত। 

412

তিনি সায়ন্তিকার সঙ্গে যে সকল ছবিতে আছে সেখানে সব জায়গায়তেই তাঁর বাবাকে সায়ন্তিকার বন্ধু কিংবা খুব বেশি হলে ভাই বলেই মনে হচ্ছে।

512

কারও পক্ষেই এটা বলা সম্ভব নয় যে তিনি সায়ন্তিকার বাবা। সায়ন্তিকা যখন প্রথমবার নিজের বাবার সঙ্গে ছবি আপলোড করেন, চোখ কপালে ওঠে সকলের।

612

সোশ্যাল মিডিয়ায় সায়ন্তিকার বহু ভক্তরাই জানত না যে সায়ন্তিকার বাবা এই পরিমাণে হ্যান্ডসাম।

712

কেবল হ্যান্ডসামও না, যথেষ্ট ইয়ং লাগে তাঁকে দেখলে। যার কারণে এক নেটিজেন সম্প্রতি এক ছবিতে প্রেমিকের মন্তব্য করে বসে

812

সায়ন্তিকার সঙ্গে তাঁর বাবা একই ধরণে ক্যামাফল্জ প্রিন্টেড টিশার্ট পরে ছবি তোলেন। সেই ছবি আপলোড করেন অভিনেত্রী।

912

তাতেই সেই নেটিজেন প্রশ্ন করে বসে, ইনি কী আপনার বয়ফ্রেন্ড। তারপরই সায়ন্তিকা-ভক্তরা তারক উপর এক রকম আক্রমণ শউরু করে।

1012

'সঠিক তথ্য না নিয়ে মন্তব্য করেন কীকরে', 'এভাবে সায়ন্তিকার বাবাকে তাঁর প্রেমিক বলছেন আপনি'।

1112

সায়ন্তিকা অবশ্য এই মন্তব্যে একেবারেই রেগে যাননি। বরং মজাই পেয়েছেন তিনি।

1212

তিনি এই মন্তব্যের জবাব পর্যন্ত দিয়ে বলেছেন। এমনই প্রেমিক খুঁজছেন বহুদিন ধরে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos