উত্তমকুমার, টলিউডের সুপারস্টার, যে মানুষটির আবলিলায় বিচরণ ছিল বাঙালির স্বপ্নে, এক ঝাঁচকচকে রপলী পর্দায় যাঁর নিত্য আনাগোনা, সেই অধরা মানুষটির রাজ্যত্বের মাঝে নিজের পরিচয় তৈরি করে নেওয়ার লড়াইটা লড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তবে না রাজ্যত্ব বা রাজ্যপাঠ নয়, তিনি ঠাঁই করে নেন সাধারণের মননে, ঠিক যেন ঘরের ছেলে, যাঁকে চাইলেই স্পর্শ করা যায়, যাঁকে চাইলে নিজের করে নেওয়া যায়, অভিনয়ের মধ্যে দিয়ে ফুঁটে ওঠা চরিত্রেরা তাই বারে বারে দর্শক মনে জানান দিয়েছে, তিনি সাধারণের, তিনি স্টার নন, তিনি একজন দাপটে অভিনেতা, যে সকলের চোখে ভিষণ রকমভাবে পরিচিত।