দিনভর একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। টলিউডে (Tollywood Celebrity) সেলেব মহলে করোনার দাপট। গত কয়েকমাস ধরে রমরমিয়ে চলছিল ছবির কাজ, চলছিল সিনে দুনিয়া চেনা ছন্দে, এমনই অবস্থায় বছরের শুরুতে করোনার কোপে নাজেহাল বিভিন্ন সেক্টর।
একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর উঠে আসছে সামনে। সেই তালিকাতেই বছর শেষে নাম লিখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহারাজের অসুস্থতার খবরে ভক্তমহেল বেজায় নেমে আসে দুশ্চিন্তা, ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
তবে বর্তমানে সুস্থ রয়েছেন, কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর জেরে বন্ধ হয়ে যায় দাদাগিরির শ্যুটিং। জি বাংলার এই রিয়ালিটি শো-এর মধ্যে দিয়েই দাদার সঙ্গে নিত্য যোগাযোগ দর্শকদের, সপ্তাহের শেষে ড্রইং রুমে দাদার কীর্তি।
তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার কারণে বন্ধ থাকা শ্যুটিং এবার শুরু হল। আর এতেই বেজায় স্বস্তিতে ভক্তমহল। ২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ।
এবার স্পেশ্যাল পর্বের শ্যুটিং-এ দেখা মিলল মিঠাই পরিবারের সদস্যদের। হইচই করে হয়ে গেল সেই পর্বের শ্যুটিং। এবার সেই সেট থেকেই থাকল বেশ কিছু ছবি। বেশ কিছু বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি হল দাদাগিরির সেট থেকে। খেলা মজা আড্ডায় ভরপুর।
গান আড্ডার পাশাপাশি সকলেই আবারও ফিরল দাদার সঙ্গে খুশির মেজাজে, দর্শতদের দরবারে আবারও হাজির সেই প্রিয় রিয়ালিটি শো। সপ্তাহের শেষে আবারও শুরু দাদাগিরির পথচলা। আর সেই বিশেষ পর্বে এবার একগুচ্ছ সেলেবের উপস্থিতি।
মিঠাই পরিবারের ছোট সদস্য নিপা, অর্থাৎ ঐন্দ্রিলাকে, একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে এই পর্বে এবার দাদাগিরির সম্মান ছিনিয়ে নিল সে, হাতে পুরষ্কার নিয়ে ছবিও ফাঁস ইতিমধ্যেই। তাই দর্শক এবার অধির আগ্রহে নতুন পর্বের অপেক্ষায়।
করোনা ভাইরাসে (Coronaviruss)আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর এতদিন বাড়িতেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ((Sourav Ganguly)। হোম আইসোলেশনের (Home Isolation) নিয়মের পাশাপাশি ও চিকিৎসকদের পরামর্শ মত পুরোপুরি দৈনন্দিন জীবনে ফেরেননি বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President)।
বাডিতে বসেই ভার্চুয়াল মাধ্যনে সামলাচ্ছিলেন বিসিসিআইয়েক অতি প্রয়োজনীয় কাজকর্ম। তবে সৌরভ করোনা আক্রান্ত হয়ে কবে পুরোপুরি স্বাভাবিক কর্ম জীবনে ফিরবেন সেই প্রতীক্ষাতে ছিলেন সকলেই। সৌরভ অনুগামীরা প্রিয় 'দাদা'-র দ্রুত সম্পূ্ণ সুস্থতা কামনা করছিলেন। অবশেষে দাদাকে সেটে ফিরে পেয়ে ফিরল স্বস্তি।