'পরপুরুষের সঙ্গে বিছানা শেয়ার করে উদ্দাম যৌনতা', কার উদ্দেশ্যে নোংরা কটাক্ষ শ্রাবন্তীর স্বামী রোশনের

দুর্গাপুজোর সময় থেকেই একসঙ্গে থাকছেন না রোশন-শ্রাবন্তী। নিজেরা মুখ না খুললেও ইনস্টাগ্রাম থেকে ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ বাড়ছিল। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছিল কদর্য আক্রমণ। মাঝেমধ্যেই নিজেদের যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন রোশন-শ্রাবন্তী। নাম না নিয়েই চলছিল একে অপরকে কটাক্ষ। ফের সোশ্য়াল মিডিয়ায় নাম ইঙ্গিতপূর্ণ পোস্টে খোঁচা দিলেন শ্রাবন্তীর স্বামী রোশন।

Riya Das | Published : Mar 15, 2021 8:43 AM
19
'পরপুরুষের সঙ্গে বিছানা শেয়ার করে উদ্দাম যৌনতা',  কার উদ্দেশ্যে নোংরা কটাক্ষ শ্রাবন্তীর স্বামী রোশনের

টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে।

29

বিয়ে ভাঙতে না ভাঙতেই একের পর এক আলোচনায় উঠে এসেছে শ্রাবন্তীর নাম। সদ্যই বিজেপিতে যোগ দিয়ে তিনি যেন আরও নজরে উঠে এসেছেন নেটিজেনদের।

39

তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। কোথায় যাচ্ছেন, কী করছেন সবটাই যেন গসিপে মোড়া। 

49


শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় বার বিয়ে ভাঙার কারণেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন নায়িকা। যদিও ট্রোলডকে পাত্তা না দিয়ে তিনি বেশ খোশমেজাজেই রয়েছে।

59


শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তৃতীয় বার বিয়ে ভাঙার কারণেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন নায়িকা। যদিও ট্রোলডকে পাত্তা না দিয়ে তিনি বেশ খোশমেজাজেই রয়েছে।

69


সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছিল কদর্য আক্রমণ। মাঝেমধ্যেই নিজেদের যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন রোশন-শ্রাবন্তী।

79


ফের সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন রোশন। রোশন পোস্টে লিখেছেন, সঙ্গী দ্বিচারিতা করলে তাকে ত্যাগ করাই শ্রেয়। বিশেষ করে সে যদি তোমার অনুপস্থিতিতে অন্যের সঙ্গে নিজের বিছানা শেয়ার করে।

89


নিজের ইনস্টা-স্টোরিতে বিস্ফোরক মন্তব্য করে জল্পনায় যেন ঘি ঢাললেন রোশন। তবে কার উদ্দেশ্যে এরকম ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রোশন, তা স্পষ্ট নয়।

99

নেটিজেনরা বলছেন তবে কি শ্রাবন্তীর জন্যই এই পোস্ট, তাদের বিবাহ-বিচ্ছেদের কারণওকি এটাই, যদিও কোন কিছুই খোলসা করেননি রোশন। তবে পোস্ট জল্পনা বাড়ছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos