কাঁধ থেকে খসে পড়ল পোশাক, গ্ল্যামার ও হটনেস উপচে পড়ছে মধুমিতার নতুন ছবিতে

Published : Mar 12, 2021, 08:27 AM IST

ছোট পর্দা থেকে অভিনয় সফর শুরু। সেখান থেকেই এক পা এক পা করে বড় পর্দার মুখ হয়ে ওঠা। এভাবেই ধীরে ধীরে নিজের পথ চলা শুরু করেছিলেন মধুমিতা। বর্তমানে যেই হট ডিভার একটা ক্লিকেই বুঁদ ভক্তমহল। 

PREV
111
কাঁধ থেকে খসে পড়ল পোশাক, গ্ল্যামার ও হটনেস উপচে পড়ছে  মধুমিতার নতুন ছবিতে


মধুমিতা সরকার, দর্শকদের ড্রইং রুম থেকেই যার অভিনয় জগতে হাতেখড়ি। যশের বিপরীতে পাখী, সকলের খুব প্রিয় চরিত্র। 

211

তারপর সেই অভিনেত্রীই টলিউডের বড় পর্দায় হাতেখড়ি। প্রথমে ছক্কা। দর্শক মনে জাঁকিয়ে বসেন মধুমিতা। 

311

তাঁর অভিনয়গুণ থেকে শুরু করে তাঁর লুক, তাঁর পর্দায় উপস্থাপনা, সবই যে এক একথায় পার্ফেক্ট। 

411

কখনও সাহসী দৃশ্যে সাবলীল অভিনয়, কখনও আবার নিপাট সাধারণ লুকে দর্শক মনে ঝড় তোলা। 

511

বর্তমানে এই মন্ত্র যেন তাঁর বাঁহাতের যাদু। যার ফলে তিনি যাই উপস্থাপনা করুক না কেন, তা ভক্তদের মন ছুঁয়ে যায়। 

611

এখানেই শেষ নয়। মধুমিতা সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ জনপ্রিয়। তাঁর ভক্তের সংখ্যাও বিপুল। 

711

তাই হামেসাই তিনি নানা ছবি পোস্ট করে থাকেন নেট মহলে। যা দেখা মাত্রই ভক্তদের মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। 

811

কখনও লো নেকলাইন, কখনও আবার উন্মুক্ত ক্লিভেজে সাহসী পোস্ট, যা ঝড়ের বেগে হয়ে ওঠে ভাইরাল। 

911

এক কথায় বলতে গেলে গ্ল্যামার কুইন মধুমিতার পোস্ট মানেই তা নেট দুনিয়ায় ভাইরাল। এবার তাঁর ব্যতিক্রম হল না। 

1011

স্টাইল আইক্যুন মধুমিতার কাঁধ থেকে যেন খসে পড়ছে জামা। আর তার সঙ্গেই চুঁইয়ে পড়ছে হটনেস, সেই দৃশ্যই ফ্রেমবন্দি। 

1111

মুহূর্তে যা ভক্তদের নজর কাড়ল। আবারও এই হট ছবিতে বুঁদ নেটপাড়া। দিন দিন যেন রূপ আরও খুলছে মধুমিতার। 

click me!

Recommended Stories