রাতের অন্ধকারে দিঘার সমুদ্রে কার সঙ্গে শ্রাবন্তী, ভিডিওতে ফাঁস হল সমস্ত তথ্য

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের সম্পর্কে চিড় ধরার খবরই এখন সংবাদ শিরোনামে। নুসরত জাহান এবং নিখিল জৈনের মত তাঁদের সম্পর্কের তিক্ততা নিয়েও বিনোদন মহল এখন সরগরম। এর আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি আলোচনা করলেও বর্তমানে রোশনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কোনও রকমই মন্তব্য করতে স্বাচ্ছন্দবোধ করছেন না তিনি। অন্যদিকে রোশনও মুখে কুলূপ এঁটেছেন। 

Adrika Das | Published : Jan 22, 2021 4:46 PM
18
রাতের অন্ধকারে দিঘার সমুদ্রে কার সঙ্গে শ্রাবন্তী, ভিডিওতে ফাঁস হল সমস্ত তথ্য

তাঁদের নীরবতায় খানিক ক্ষোভ, অনুতাপ প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে তোপ দেগেই নিজেদের প্রোফাইলে নানা পোস্ট করে চলেছেন বলেই দাবি নেটিজেনদের। 

28

যদিও শ্রাবন্তী নিজের তরফ থেকে সেই ধরণের পোস্ট করায় নিজেকে আপাতত বিরত রাখছেন। ব্যক্তিগত জীবনের এক ভিন্ন ছবি তুলে ধরছেন। 

38

সম্প্রতি দিঘায় গিয়ে নানা ছবি, ভিডিও শেয়ার করছেন শ্রাবন্তী। তাঁর এক অনুষ্ঠানের জন্যই দিঘায় রয়েছেন অভিনেত্রী। 

48

সেখানে গিয়ে নিজের ক্রিউ মেম্বারদের সঙ্গে ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

58

দিঘায় আগেও গিয়েছেন শ্রাবন্তী। তবে এতটা আনন্দ আগে তিনি পেয়েছেন কি না সন্দেহ। শ্রাবন্তীর চোখে মুখে মহানন্দের ছাপ। 

68

মঞ্চে গ্ল্যাম লুকেও ধরা দিয়েছেন তিনি। যেখানে তাঁকে কালো রঙের শিমারি পোশাকে দেখা গিয়েছে। লাল ঠোঁটের ছোঁয়ায় মুগ্ধ করেছেন দর্শকমহলকে। 

78

রাতের বেলায় নাগাদ সমুদ্রসৈকতেও ছুটে গিয়েছিলেন শ্রাবন্তী। নিজের ঘনিষ্ঠমহলের সঙ্গে আনন্দ করতে দেখা গিয়েছে তাঁকে। 

88

অনুষ্ঠানের পর মেকআপ না তুলেই কেবল পোশাক বদলে চলে গিয়েছেন সমুদ্রের দিকে। রাতের অন্ধকারে চরম সুখ খুঁজে পেয়েছেন তিনি।   

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos