গায়ে শুধুই ফিনফিনে পাতলা শার্ট, ঠোঁটে সিগারেট, সাহসী হট পোজে নেটদুনিয়া কাঁপাচ্ছেন শ্রীলেখা

শ্রীলেখা মিত্র, বরাবরই তিনি নিজেকে আউট অব দ্য বক্স হিসেবে ধরে রাখতেই বেশি পছন্দ করেন। কখনও তাঁর লুক কখনও বা অভিনয়, দর্শক মনে বারে বারে জায়গা করে নিয়েছে। বর্তমানে তিনি সিনে জগত থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু হট-সিজলিং শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার। 

Jayita Chandra | Published : Jun 24, 2021 9:26 AM
19
গায়ে শুধুই ফিনফিনে পাতলা শার্ট, ঠোঁটে সিগারেট, সাহসী হট পোজে নেটদুনিয়া কাঁপাচ্ছেন শ্রীলেখা

বরাবরই সোশ্যাল মিডিয়া ট্রোলিং থেকে শুরু করে বিতর্ক, সব কিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দিতেই বেশি পছন্দ করেন তিনি। 

29

কখনও বা কখনও সপাট জবাব দিতেও পিছু পা হন না। সিনে জগতে তাঁর আধিপত্য এখন সেভাবে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ান শ্রীলেখা। 

39

থ্রোব্যাক ছবি থেকে শুরু করে, যেকোনও বিষয় প্রয়োজন মনে হলেই তিনি মন্তব্য করতে পিছু পা হন না। 

49

বয়স বাড়লেও, স্টানিং লুক ও হট পোজে যে তিনি এখনও সিদ্ধহস্ত, তা জানান দিতেও ছাড়েন না শ্রীলেখা। 

59

সম্প্রতি একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। যা দেখা মাত্রই ভক্তদের মনে ঝড়। 

69

কিছু পুরোনো, আবার বেশ কয়েকটি নতুন। কেবল নতুন নয়, সাহসীও বটে। পরনে কেবলই একটি পাতলা শার্ট। 

79

ঠোঁটের কোণায় ঝুলছে সিগারেট। সাদা কালো ফ্রেমে ধরা দিলেন শ্রীলেখা মিত্র। 

89

টলিপাড়ার এক সময় অন্যমত মিষ্টি এই অভিনেত্রী আজও সকলের মনে একইভাবে তরতাজা। 

99

সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই মেলে নয় শরীরচর্চার ছবি, নয়, তাঁর নিত্য দিনের কাজের ফাঁক থেকে একচিলতে সময়ের কোলাজ। তাই খুশি ভক্তমহল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos