জুনের মিথ্যে নাটকের জেরে শ্রীময়ীর দিকে ঘুরল অনিন্দ্য, অবশেষে কার পাল্লা হল ভারি

শ্রীময়ী ধারাবাহিকে একের পর এক নতুন গল্পের মোড়। এতদিনে অনিন্দ্যর সঙ্গে আলাদা হয়ে গিয়ে নিজের কাজে মগ্ন হয়েছিল শ্রীময়ী। জুন অন্যদিকে বারে বারে শ্রীময়ীর জীবন দুর্বিসহ করে তোলার জন্য উঠে পড়ে লেগেছে। অনিন্দ্যর মনে শ্রীময়ীর জন্য ফের বাড়তে থাকা ভালবাসা, দেখে জুনের মনে হিংসা বাড়তে থাকে। যার জেরে সে মিথ্যে ঘটনার জেরে শ্রীময়ীকে ফাঁসিয়ে দেয়। 

Adrika Das | Published : Jan 27, 2021 11:22 AM IST
18
জুনের মিথ্যে নাটকের জেরে শ্রীময়ীর দিকে ঘুরল অনিন্দ্য, অবশেষে কার পাল্লা হল ভারি


তার গর্ভে থাকা সন্তানকে নষ্ট করেছে শ্রীময়ী। এমনই অভিযোগ এনে শ্রীময়ীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় জুন। 

28

যার পর শ্রীময়ীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। জুনের প্রেগনেন্সি মিথ্যে ছিল বলে অনুমান করে ছিল দর্শকরা। 

38


শ্রীময়ীকে আদালতে তোলা হতেই এখন চলছে টানটান উত্তেজনামূলক পর্ব।

48

শ্রীময়ীর আইনজীবী শক্তহাতেই মামলাটি নিয়ে নিয়েছেন। যার জেরে শ্রীময়ীর রক্ষা পাওয়ার সুযোগ বেড়ে গিয়েছে। 

58

অন্যদিকে অনিন্দ্যর সুর গিয়েছে পাল্টে। বহুদিন আগে থেকে জুনের সঙ্গে আড়ো আড়ো ছাড়ো ছাড়ো ভাব। 

68

আদালতে দাঁড়িয়ে জুনের বিরুদ্ধেই কথা বলে গেল সে। শ্রীময়ীকে বাঁচাতে এবার এগিয়ে এল তার প্রাক্তন স্বামীও। 

78

তবে কি শ্রীময়ীর পাল্লাই হল ভারি। শ্রীময়ী নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে ছাড়া পেলেই কি জুনের কপালে রয়েছে দুঃখ। 

88

প্রশ্ন থাকছে আরও। জুনকে ছেড়ে অনিন্দ্য কি ফিরে যাবে শ্রীময়ীর কাছে। রোহিতের সঙ্গে শ্রীময়ীর সম্পর্কের পরিণামই বা কী।  

Share this Photo Gallery
click me!

Latest Videos