অনস্ক্রিন থেকে অফস্ক্রিন অনির্বাণ ভট্টাচার্য ও সৃজিত মুখার্জির ব্রেম্যান্স কারোরই অজানা নয়।পরিচালক-অভিনেতা জুটি একে অন্যের পরিপূরক। এমনিতেই অনির্বাণের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বঙ্গনারীদের মতোই হৃদয় ভেঙে চুরমার হয়েছে সৃজিতের। উল্লেখ্য, সৃজিত-মিথিলার রিসেপশন প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন অনির্বাণ-মধুরিমা।