সাবেকিয়ানার ছোঁয়াতেই জমজমাট বৌভাতের অনুষ্ঠান, বাঙালি সাজে নজর কাড়লেন অনির্বাণ-মধুরিমা

Published : Nov 28, 2020, 10:49 AM IST

গত ২৬ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিকা  মধুরিমা গোস্বামীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের তকমা ঘুচল সকলের প্রিয় ব্যোমকেশের। ব্যোমকেশের গলায় মালা দিয়ে আইনি মতে বিয়ে সেরেছেন থিয়েটার অভিনেত্রী মধুরিমা গোস্বামী। বিয়ের মতোই সাদামাটা জাকজমকহীন রিসেপশনে বাঙালি সাজে নজর কেড়েছেন সকলের প্রিয় ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য ও  স্ত্রী মধুরিমা গোস্বামী। ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবদের এবং নাট্যজগতের ব্যক্তিত্বদের সান্নিধে অনুষ্ঠিত হল বৌভাতের অনুষ্ঠান। রইল চোখধাঁধানো একগুচ্ছ ছবি।

PREV
110
সাবেকিয়ানার ছোঁয়াতেই জমজমাট বৌভাতের অনুষ্ঠান, বাঙালি সাজে নজর কাড়লেন অনির্বাণ-মধুরিমা

২৬ নভেম্বর দীর্ঘদিনের প্রেমিকা  মধুরিমা গোস্বামীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরের তকমা ঘুচল সকলের প্রিয় ব্যোমকেশের।

210

ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে বিয়ের অনুষ্ঠানের পরের দিন গতকাল বসেছিল রিসেপশনের আসর। বিয়ের মতোই সাদামাটা জাকজমকহীন রিসেপশনে বাঙালি সাজে নজর কেড়েছেন সকলের প্রিয় ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য ও  স্ত্রী মধুরিমা গোস্বামী।
 

310

ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবদের এবং নাট্যজগতের ব্যক্তিত্বদের সান্নিধে অনুষ্ঠিত হল বৌভাতের অনুষ্ঠান। বিয়ের মতোই রিসেপশনে ১০০-১৫০ জনের বেশি উপস্থিত ছিল না।
 

410

করোনা আবহে সমস্ত সতর্কতা মেনেই অনুষ্ঠিত হয়েছে রিসেপশন। অভিনেতা নিজেও এত চাকচিক্য পছন্দ করেন না, তাই নিজেদের মতোন করেই ঘরোয়া ভাবে হল রিসেপশন পার্টি।

510

সাবেকিয়ানা ছোঁয়ায় বাঙালি সাজে ব্যোমকেশকে দেখে চোখ ফেরাতে পারেননি অনেকেই। পরণে সাদা পাঞ্জাবী নীল শালে বাঙালির বং ক্রাশ। অপরদিকে ধূসর শাড়ি, গোল্ডেন ব্লাউজ, হালকা গয়নায় নজর কেড়েছে মধুরিমা  গোস্বামী।

610


'সংঘারাম' নাট্যদলের সদস্যরা নববিবাহিত দম্পতিকে চমকে দেওয়ার জন্য একটি ছোট্ট অনুষ্ঠানেরও আয়োজন করেছিল। নাচ, গান , অভিনয়ে জমজমাট ছিল রিসেপশনের আসর।
 

710


টলিউডের বন্ধুরাও উপস্থিত ছিলেন রিসেপশনে। হিন্দি গানের তালে জমাটি নাচে সকলকে মুগ্ধ করেছেন নবদম্পতি।
 

810


অনস্ক্রিন থেকে অফস্ক্রিন অনির্বাণ ভট্টাচার্য ও সৃজিত মুখার্জির ব্রেম্যান্স কারোরই অজানা নয়।পরিচালক-অভিনেতা জুটি একে অন্যের পরিপূরক। এমনিতেই অনির্বাণের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই বঙ্গনারীদের মতোই হৃদয় ভেঙে চুরমার হয়েছে সৃজিতের। উল্লেখ্য, সৃজিত-মিথিলার রিসেপশন প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন অনির্বাণ-মধুরিমা।

910

রিসেপশনে কালো পোশাকে নবদম্পতির সঙ্গে নজর কেড়েছেন সৃজিত-মিথিলা। 

1010


টলিপাড়ার অভিনেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে বিন্দাস মুডে অনির্বাণ-মধুরিমা।
 

click me!

Recommended Stories