বিদায়ের একেবারে শেষলগ্নে ২০১৯, এডিনবরায় পাড়ি দিলেন মিমি

আর মাত্র কয়েক ঘন্টা। তারপরই পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়ার পালা। সারা বছর ধরে কী পূর্ণ হল আর কী বাকি থেকে গেল, এ নিয়ে অনেক জলঘোলা হল । এবার পুরোনো ভুলে নতুনের দিকে তাকানোর সময়। বিদায়ের একেবার অন্তিম লগ্নে এসে উপস্থিত ২০১৯। বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে ছোট থেকে বড়, বলি থেকে টলি প্রত্যেকেই। কেউ বা পরিবারের সঙ্গে আবার কেউ বা একান্তে, প্রত্যেকেই চুটিয়ে উপভোগ করছেন ছুটির ইমেজটা। হাজারো ব্যস্ততার মাঝেও বছর শেষে এডিনবরা উড়ে গেলেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।  কীভাবে  বছরের শেষ উদযাপন করলেন তার কিছু ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। একঝলকে দেখে নিন নজরকাড়া ছবিগুলি। 

Riya Das | Published : Dec 31, 2019 9:41 AM IST
16
বিদায়ের একেবারে শেষলগ্নে ২০১৯,  এডিনবরায় পাড়ি দিলেন মিমি
বছরের শেষে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। কাজের ব্যস্ততার মাঝেও এডিনবরা উড়ে গেলেন অভিনেত্রী।
26
এডিনবরার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মোহিত হয়েছেন ভক্তেরা। শহরের বেশ কিছু ঐতিহ্যময় স্থাপত্যের ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
36
পুরোনো বছরের সমস্ত দুঃখ ভুলে নতুনকে আমন্ত্রণের জন্য বসন্তের রং বেছে নিয়ে তাক লাগিয়েছেন তিনি। হলুদ রঙা জ্যাকেটে নতুন বছরের আহ্বানে সামিল হয়েছেন তিনি।
46
এডিনবরার আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কখনও বৃষ্টিভেজা রাস্তায়, আবার কখনও বরফে মোড়া প্রকৃতিতে নিজেকে মেল ধরেছেন মিমি।
56
সেন্ট গিলস ক্যাথিড্রাল চার্চের সামনে মিমি বলেছেন, 'বছরের শেষ রবিবার চার্চে দাঁড়িয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালাম সবকিছুর জন্য। সবার ভাল হোক।'
66
একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রতিটা মুহূর্তের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। প্রতিটি ছবিতেই কমেন্টের বন্যা বয়ে গেছে। মিমির সবথেকে কাছের বন্ধু নুসরতও কমেন্টে জানিয়েছেন, 'সব ইচ্ছেপূরণ হোক'।
Share this Photo Gallery
click me!

Latest Videos