বক্স অফিস নয়, পারিশ্রমিকের তালিকা এগিয়ে কে, ছবি পিছু টলিউড নায়িকাদের পকেটে কত

টলিউডে বক্স অফিসের নিরিখে তো সেরার সেরা অভিনেত্রীদের নাম উঠে এসেছে একাধিকবার। এবার পালা পারিশ্রমিকের। একটি ছবি করতে কোন নায়িকা কত টাকা পকেটে পুরে থাকেন, কত কাটার বাজেট বরাদ্দ রাখতে হয় প্রযোজক সংস্থাকে, দেখে নেওয়া যায় ছবি পিছু কোন নায়িকা কত নিয়ে থাকেন... 

Jayita Chandra | Published : Aug 25, 2020 5:07 PM IST
110
বক্স অফিস নয়, পারিশ্রমিকের তালিকা এগিয়ে কে, ছবি পিছু টলিউড নায়িকাদের পকেটে কত

শুভশ্রীঃ ইনি প্রতি সিনেমা পিছু প্রায় ২৩-২৫ লাখ টাকা পারিশ্রমিক নেন। বর্তমানে সর্বাধিক পারিশ্রমিত প্রাপ্ত বাংলা অভিনেত্রী তিনি। 

210

কোয়েল মল্লিকঃ টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। প্রতি ছবি পিছু প্রায় ২০-২৫ লাখ টাকা নেন।

310

শ্রাবন্তীঃ বাংলা ছবিতে এখন সেভাবে দেখা না গেলেও একসময় তিনি সুপারহিত বহু ছবি দিয়েছেন। প্রতি সিনেমা পিছু ইনি নেন ১৮ লাখ টাকা।

410

সায়ন্তিকা বন্দোপাধ্যায়ঃ টলিউডের এই সুন্দরী অভিনেত্রী প্রতি সিনেমা পিছু ১৪ লাখ টাক পারিশ্রমিক নেন। বর্তামে এই অভিনেত্রীর হাতে একাধিক ছবির প্রস্তাব। 

510

সোহিনী সরকারঃ একাধিক হিট ছবি এখন এই অভিনেত্রীর ঝুলিতে। একটি ছবি করতে তিনি পারিশ্রমিক নিয়ে থাকে ১৮-২০ লক্ষ টাকা। 

610

মিমি চক্রবর্তীঃ সিরিয়ালতাঁর কেরিয়ার শুরু করলেও, অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি আজ দাপিয়ে বেড়াচ্ছে টলিউড। একটি ছবি করতে তিনি নিয়ে থাকে ১৮-২০ লক্ষ টাকা। 

710

নুসরত জাহানঃ বাংলা চলচ্চিত্রের এখন হটকেক নুসরত। একাধিক হিট সিনেমা দিয়েছেন তিনি। নুসরত প্রতি ছবি পিছু ২০ থেকে ২৫ লাখ টাকা নেন।

810

ঋতুপর্ণা সেনগুপ্তঃ বাংলা ছবিকে একাই ধরে রেখেছিলেন এই অভিনেত্রী। ইনি প্রতি সিনেমা পিছু পারিশ্রমিক পান ১১-১৪ লাখ টাকা।

910

পায়েল সরকারঃ পায়েল সরকার প্রতি সিনেমা পিছু ৮-১০ লাখ টাকা পারিশ্রমিক নেন। টলিউডের এই নায়িকা বর্তমানে একাধিক ছবিতে ঝড় তুলেছেন ভক্তমহলে। 

1010

রাইমা সেনঃ রাইমা সেন বেশ বেছে সিনেমা করতেই বেশি পছন্দ করেন। তিনি প্রতিটি সিনেমা পিছু পারিশ্রমিক প্রায় ৮-১০ লাখ টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos