Published : Apr 13, 2020, 07:10 PM ISTUpdated : Apr 13, 2020, 08:11 PM IST
চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী তারকারা নিজেদের ভেঙে গড়তে জানেন। যার ফলে এক এক ছবিতে তারকারা এক এক লুকে ধরা দিয়ে থাকেন। এমনই কিছু ছবি যেখানে তারকারা সব সীমা ছাড়িয়ে মন খুলে অভিনয় করেছেন। ছবির স্বার্থে বেড়িয়ে এসেছেন খোলস ছেড়ে।