Published : Mar 12, 2020, 01:57 PM ISTUpdated : Mar 12, 2020, 02:11 PM IST
গত দুই দশক ধরে বাংলা ছবির জগতে এক আমুল পরিবর্তন লক্ষ্য করেছিলেন দর্শকেরা। বদলেছে চিত্রনাট্যের ধাঁচ, বদল ঘটেছে সেটের, ভাবনার, উপস্থাপনার। আর এই নয়া মোড়ে যাঁরা বাংলা ছবির পথ চলার পাথেয় হয়ে উঠেছিলেন তাঁদের মধ্যে এক উজ্জ্বল নাম অরিন্দম শীল। পর্দায় ঝাঁচকচকে উপস্থাপনা, টানটান সংলাপ, এক ভিন্ন স্বাদে দর্শক পেয়েছিলেন ব্যোমকেশকে। পেয়েছেন মিতিন মাসিকে।