আবর্ত থেকেই কেরিয়ারে নয়া মোড়, বাংলা পরিচালনার ঘরানা বদলেছিলেন অরিন্দম শীল

Published : Mar 12, 2020, 01:57 PM ISTUpdated : Mar 12, 2020, 02:11 PM IST

গত দুই দশক ধরে বাংলা ছবির জগতে এক আমুল পরিবর্তন লক্ষ্য করেছিলেন দর্শকেরা। বদলেছে চিত্রনাট্যের ধাঁচ, বদল ঘটেছে সেটের, ভাবনার, উপস্থাপনার। আর এই নয়া মোড়ে যাঁরা বাংলা ছবির পথ চলার পাথেয় হয়ে উঠেছিলেন তাঁদের মধ্যে এক উজ্জ্বল নাম অরিন্দম শীল। পর্দায় ঝাঁচকচকে উপস্থাপনা, টানটান সংলাপ, এক ভিন্ন স্বাদে দর্শক পেয়েছিলেন ব্যোমকেশকে। পেয়েছেন মিতিন মাসিকে। 

PREV
110
আবর্ত থেকেই কেরিয়ারে নয়া মোড়, বাংলা পরিচালনার ঘরানা বদলেছিলেন অরিন্দম শীল
আবর্ত ছবির মধ্যে দিয়েই পথ চলা শুরু। পরিচালনায় হাতে খড়ি ঘটেছিল অরিন্দম শীল। তার আগে দীর্ঘদিন ধরে পর্দায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি।
210
তুমি এলে তাই ছবিতে তাঁর অভিনয় এক নতুন পরিচয় ঘটিয়েছিল। ১৯৯৯ সালে প্রথম বড় পর্দায় অভিনেতা হিসেবে পা রেখেছিলেন তিনি।
310
নির্বাহি প্রযোজক হিসেবের একাধিক ছবিতে কাজ করেছেন অরিন্দম শীল। এখনও করে চলেছেন। জন্মদিনে ফিরে দেখা তাঁর কিছু সেরা ছবি।
410
এবার শবরঃ শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি পরিচালনা করেছিলেন অরিন্দম শীল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।
510
হর হর ব্যোমকেশঃ ২০১৫ সালে মুক্তি পেয়েছিল হর হর ব্যোমকেশ ছবিটি। অরিন্দম শীলের হাতে ব্যোমকেশ এক ভিন্ন মাত্রা পেয়েছিল।
610
ঈগলের চোখঃ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবিতে অনবদ্য থ্রিলারকে তুলে ধরে ছিলেন পরিচালক অরিন্দম শীল।
710
দূর্গা সহায়ঃ সোহিনী সরকার, তনুশ্রী সরকার অভিনীত এই ছবি দর্শক মহলে সারা ফেলেদিয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।
810
আসছে আবার শবরঃ এবার শবর বক্স অফিসে ঝড় তোলার পরই আসছে আবার ছবি তৈরি করেন পরিচালক। এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৮।
910
মিতিন মাসিঃ পর্দায় প্রথম মিতিন মাসিকে নিয়ে আসেন পরিচালক। মুখ্য ভুমিকাতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। ২০১৯ এর পুজোতেই মুক্তি পেয়েছিল এই ছবি।
1010
ব্যোমকেশ গোত্রঃ এই ছবিতে অনবদ্য অভিনয় করেছিলেন আবির মুখোপাধ্যায়। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে।
click me!

Recommended Stories