Published : Nov 03, 2020, 08:29 PM ISTUpdated : Nov 04, 2020, 12:16 PM IST
টিআরপি তালিকয় সর্বদা সেরা পাঁচ মধ্যে থাকে 'শ্রীময়ী'। হেভিওয়েট অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। তবে হেভিওয়েট নায়ক নায়িকাদের নিয়েই নয়, ধারাবাহিকটি দর্শকমহলের পছন্দ হয়েছে গল্পের জন্য। প্রতি মুহূর্তে ঘোরা মোড়ের জন্য। এমনকি ধারাবাহিকের খলনায়িকা, জুন আন্টি অর্থাৎ উষসী চক্রবর্তীকেও মন থেকে আপন করে নিয়েছে দর্শবৃন্দ। সেখানেই আরও এক পার্শ্বচরিত্রের প্রেমে পাগল মহিলারা। তিনি হলেন রোহিত সেন।