ফ্রেশ ফেস থেকে হিন্দি টেলিভিশনে জনপ্রিয়তা ত্রিধার, বঙ্গতনয়া ত্রিধার টলিউড থেকে মুম্বই পাড়ি

Published : May 16, 2020, 11:32 PM IST

বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীর জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে। নেটদুনিয়ায় তাঁকে নিয়ে বাড়ছে উত্তেজনা। সম্প্রতি লকডাউনে এখন থ্রোব্যাকে সম্পূর্ণভাবে মনোসংযোগ দিয়ে ফেলেছেন ত্রিধা। কখনও ঘুরতে যাওয়ার ছবি তো কখনও পুরনো ফোটোশ্যুট নানা ধরণের ছবি শেয়ার করেই কাটছে ত্রিধার কোয়ারেন্টাইন পিরিয়ড। কেবল তাই নয় লকডাউনের মধ্যে যে সকল সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ উঠে এসেছিল সবরকমেই অংশগ্রহণ করে চলেছেন ত্রিধা। লকডাউন শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় একটু বেশিই অ্যাক্টিভ হয়ে গিয়েছেন অভিনেত্রী।

PREV
110
ফ্রেশ ফেস থেকে হিন্দি টেলিভিশনে জনপ্রিয়তা ত্রিধার, বঙ্গতনয়া ত্রিধার  টলিউড থেকে মুম্বই পাড়ি

এতে অবশ্য সুবিধেই হয়েছে নেটিজেনদের। শ্যুটিংয়ের ব্যস্ততার চাপে রোজকার পোস্ট করা হত না সোশ্যাল মিডিয়ায়।

210

এখন লকডাউনে যেহেতু তেমন কোনও কাজ নেই তাই ইনস্টাগ্রাম, ফেসবুক এবং নানা ধরণের অ্যাপই এখন ভরসা।

310

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করেই ভক্তদের মনোরঞ্জনে লেগে আছেন ত্রিধা।

410

তার সঙ্গে চলছে লাইভ সেশনও। সেখানে ভক্তদের সঙ্গে কথোপকথন তাদের খোঁজখবর নেওয়া সবই করেছেন তিনি।

510

শ্যুটিং ফ্লোরকে অবশ্যই মিস করছেন তিনি। সে কথাও জানিয়েছেন ত্রিধা। 

610

২০১১ সালে ক্যালকাটা টাইমস ফ্রেশ ফেস অফ দ্যা ইয়ারের খেতাব জেতেন তিনি। 

710

সেখান থেকেই বিনোদনের জগতে শুরু ত্রিধার পথচলা। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মিশর রহস্যের হাত ধরেই ত্রিধার ডেবিউ।

810

সেখান থেকে জনপ্রিয়তার শীর্ষে উঠলেন তিনি। মুম্বইয়ে পাড়ি দিল কলকাতার মেয়ে।

910

এরপর যদি লাভ না দিলে প্রাণে, খাদ, মেরি ক্রিসমাস ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

1010

এরপরই মুম্বই পাড়ি দিলেন ত্রিধা। স্টার প্লাসের মত ব্যানারে দেহলিজ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেন ত্রিধা। ধীরে ধীরে তাঁকে চিনল দক্ষিণী বিনোদন জগৎ। তেলুগু এবং তামিল ছবিতেও অভিনয় করেছেন তিনি।

click me!

Recommended Stories