সম্পর্ক ভাঙলেও নিজের প্রতি অটুট বিশ্বাস ছিল শুভশ্রীর। তিনি বলেছিলেন, ভালবাসা অত্যন্ত পবিত্র একটা ইমোশন। একটা খারাপ অভিজ্ঞতার জন্য আমি ভালবাসাকে দূরে ঠেলে দেব না। মনের মানুষকে বিয়ে করতে চান, একজন ভাল মা হতে চান , একথাও নিজেই বলেছিলেন শুভশ্রী। বর্তমানে সব বাধা পেরিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে তার সুখী গৃহকোণ।