নুসরতের সঙ্গে মাচা অনুষ্ঠান থেকে ফেরার পথে যশের গাড়িতে ভাঙচুর, 'সম্পর্ক'-এর শুরুতেই কি বাধা

টলিউড জুড়ে এখন কেবল নুসরত জাহান এবং নিখিল জৈনের সম্পর্কে তিক্ততার নানা খবর। যশ দাশগুপ্ত তাঁদের মাঝে ঢুকে পড়েছেন বলেই জানা যাচ্ছে। যশের সঙ্গেই কি তবে নুসরত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছেন। নিখিলও অন্যদিকে নুসরতকে তোপ দেগে পোস্ট করেছিলেন তিনি। যদিও সেসবের কোনও জবাব না দিয়েও বহাল তবিয়তে রয়েছেন নুসরত। 

Adrika Das | Published : Jan 18, 2021 4:51 PM IST
18
নুসরতের সঙ্গে মাচা অনুষ্ঠান থেকে ফেরার পথে যশের গাড়িতে ভাঙচুর, 'সম্পর্ক'-এর শুরুতেই কি বাধা

যশের সঙ্গে মাচা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন নুসরত। কুলগাছিয়ার এক মাচা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তাঁরা।

28

সেখানে যাওয়ার পথে রোড ট্রিপের ছবিও পোস্ট করেছিলেন নুসরত। এর মধ্যেই ঘটে গেল অঘটন। 

38


টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, যশের গাড়ি ভাঙচুর হয়েছে হাইওয়েতে। 

48

যশের কথা, তাঁরা চা খেতে নেমেছিলেন। দোকানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে এসে দেখছেন গাড়ির স্ক্রিন ভেঙে গিয়েছে। 

58

দোকানে থাকাকালীন এসবের টেরও পাননি যশ ও তাঁর সঙঅগে থাকা গোটা টিম। স্থানীয় লোকেরা তাঁকে বলেন এই কাজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। 

68

যদিও যশের পক্ষে এই কাজের পিছনে থাকা আসল ব্যক্তির খোঁজ পাওয়া সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে খুব বিরক্ত তিনি। 

78

টলিপাড়ায় নুসরত এবং তাঁকে নিয়ে গুঞ্জন ছড়াতে না ছড়াতেই এই কাণ্ড ঘটে গেল। তবে কি সম্পর্কের শুরুতেই বাধা।

88

যশ, নুসরত, নিখিল প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ। যদিও তাঁদের সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া যাচ্ছে নানা ইঙ্গিত।  

Share this Photo Gallery
click me!

Latest Videos