নাচলেই হবে মুশকিল আসান, অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে ডান্স ইন্ডিয়া ডান্স

আর অপেক্ষা নয়, জি বাংলা সারেগামাপা শেষ হওয়ার পরই শুরু হওয়ার কথা ছিল ডান্স বাংলা ডান্সের। কিন্তু তেমনটা না হওয়ায় বেজায় মন ভেঙেছিল দর্শকদের। এবার শুরু হতে চলেছে সেই মহাসংগ্রাম। প্রতি সপ্তাহের দুদিনের প্রতিযোগীতায় উত্তেজনা তুঙ্গে। নাচে, তালে ছন্দে কোন প্রতিযোগী জিতবে এবার সকলের মন! উত্তর মিলবে আগামী কাল অর্থাৎ শনিবার ঠিক রাত্রী সাড়ে নটায়। 
 

Jayita Chandra | Published : May 21, 2021 10:50 AM IST
19
নাচলেই হবে মুশকিল আসান, অপেক্ষার অবসান, শুরু হতে চলেছে ডান্স ইন্ডিয়া ডান্স

শুরু হচ্ছে বহু প্রতিক্ষিত শো ডান্স ইন্ডিয়া ডান্স। মাঝে বেশ কিছুদিনের অপেক্ষার অবসান। 

29

করোনার কবলে পিছিয়েছিল রিয়ালিটি শো-এর কাজ। এবার শুরু হতে চলেছে মহাসংগ্রাম। 

39

চলতি বছরের থিম নাচেই হবে মুশকিল আসান। নাচের আনন্দ তাল, ছন্দ মানুষের মনে পৌঁছে দিয়ে আনন্দ ছড়িয়ে দেওয়াই এবারের মূল মন্ত্র। 

49

থাকছে টান টান উত্তেজনা। বিচারকদের হাতে থাকবে ১০ নম্বর করে। পাশাপাশি গুরুদের হাতেও থাকবে ১০। 

59

বিচারকের ভূমিকাতে দেখা যাবে তিন সুপারস্টারকে। যার মধ্যে অন্যতম হলে বিটাউন ডান্সিং সুপারস্টার গোবিন্দা। 

69

গোবিন্দার সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেবেন আরো দুই বিচারক। তারা হলেন টলি দুনিয়ার সেলেব সুপারস্টার জিৎ সঙ্গে স্টানিং ডিভা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

79

এবার ডান্স বাংলা ডান্সে দেখা যাবে দুই সঞ্চালককে, যাঁরা ভক্তমহলের মনের ক্রাশ, অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। 

89

অন্যান্যবারের থেকে এবার ডান্স বাংলা ডান্স সাজিয়ে তোলা হচ্ছে খান ভিন্ন ধাঁচে। থাকছে চারটি গ্রুপ। এই গ্রুপের গুরুরা হলেন- ওম সাহানি, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র ও সৌমিলী বিশ্বাস। প্রতি শনি ও রবিবার রাত ঠিক সাড়ে নয়টা ডান্স বাংলা ডান্স অনুষ্ঠিত হবে। 

99

২২ মে, অর্থাৎ আগামী শনিবার থেকেই শুরু জি বাংলার ডান্স বাংলা ডান্স। ধামাকেদার পার্ফমেন্স থেকে শুরু করে ঝড় তোলা সেলিব্রেশন, থাকছে একগুচ্ছ চমক। 

Share this Photo Gallery
click me!

Latest Videos