সম্পর্কের জটিলতা, অভাবের সংসার আর তিন বোনের গল্প, শীঘ্রই আসছে উড়ন তুবড়ি

‘আমি ফুলঝুড়িও নই, কালিপটকাও নই, আমি তুবড়ি..একবার জ্বলল সহজে নিভি না।...’ জি বাংলা নয়া সিরিয়ালের এই ডায়লগ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। শীঘ্রই আসছে জি বাংলার (Zee Bangla) নতুন সিরিয়াল উড়ন তুবড়ি। সদ্য প্রকাশ্যে এল তার ঝলক। প্রোমো (Promo) বলছে, এক মহিলার জীবনসংগ্রামের গল্প উঠে আসছে উড়ন তুবড়ি সিরিয়ালে। দেখে নিন কী থাকছে সিরিয়ালে। 

Sayanita Chakraborty | Published : Mar 26, 2022 11:04 AM IST / Updated: Mar 26 2022, 04:37 PM IST
110
সম্পর্কের জটিলতা, অভাবের সংসার আর তিন বোনের গল্প,  শীঘ্রই আসছে উড়ন তুবড়ি

সিরিয়ালের নাম উড়ন তুবড়ি। না তবে কোনও বাজি তৈরির গল্প নিয়ে তৈরি নয়, এই সিরিয়াল। সিরিয়ালের কেন্দ্রে এক নারীর সংগ্রাম। এমনই বোঝা যাচ্ছে কয়েক মিনিটের এই ট্রেলারে। তবে এ কাহিনি কোনও একজন মহিলার নয়। কেন্দ্রে রয়েছে তিনটি নারী চরিত্র। এমনই বোঝা যাচ্ছে সিরিয়ালের প্রোমো দেখে। 

 

210

গল্পের আঁচ মিলল এই প্রোমোতেই। সেখানে বোঝা যাচ্ছে বাংলার চপ শিল্পকে এবার সিরিয়ালের পর্দায় আনতে চলেছেন পরিচালক। গল্পে কেন্দ্রে এই চপ শিল্প। তবে, এই শিল্পের নানান তথ্য রয়েছে এমন ভেবে ফেলবেন না যেন। আসলে গল্পের কেন্দ্রীয় চরিত্র চপ বিক্রি করেন।   

 

310

প্রোমো অনুসারে, তুবড়ি ও তার পরিবারের সদস্যরা চপ বিক্রি করেন। পরিবার বলতে মা ও তিন বোন। সকল রোজ বিকেলে চপ নিয়ে বিক্রি করতে বের হন। সুস্বাদু সব চপ বানিয়ে ঠেলা গাড়ি নিয়ে বের হন মা ও তিন মেয়ে। রোজ এই ঠেলা গাড়ি একটি নির্দিষ্ট জায়গায় রাখেন।

 

410

কিন্তু, হঠাৎ-ই ছন্দ পতন। একদিন তাদের ঠেলা গাড়ি রাখতে গিয়ে দেখে সেই জায়গায় রাখে একটি চার চাকার গাড়ি। ভদ্রভাবে গাড়ি সরাতে অনুরোধ করেন তুবড়ি। কিন্তু, ভাগ্য হয়তো সকলের সঙ্গে সব সময় থাকে না। কারণ, গাড়ির কাঁচ নামাতেই এক কঠিন বাস্তব এসে দাঁড়ায় তাদের সামনে। 

 

510

কাঁচ নামাতেই তুবড়ি দেখতে পান গাড়িতে বসে তাঁর বাবা। সঙ্গে তাঁর বাবার সঙ্গিনী। তুবড়িকে দেখে রেগে গিয়ে সেই মহিলা তাদের ঠেলা গাড়িতে ধাক্কা মারেন। এর রাগ পুরনো ঘটনা। তা এই দৃশ্যে স্পষ্ট। অসহায় মানুষের ওপর অত্যাচার চিরকালই হয়ে আসছে। এই সিরিয়াল তার অন্যথা নয়। 

 

610

কিন্তু, মহিলার এই আচরণে থেমে থাকার পাত্রী নন তুবড়ি। সে মহিলা ঠেকা গাড়ি শুধু ধাক্কা মেরেছেন তা নয়, সেই ধাক্কায় পড়ে গিয়েছে তাঁর মাও। এরপরই আর রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি তুবড়ি। অন্যায়ের প্রতিবাদ করে সে। হোক না সে তাঁর বাবা সঙ্গিনী, কিন্তু অন্যায় সহ্য করতে রাজি নন তুবড়ি। 

 

710

তাঁর মাকে পড়ে যেতে দেখে তুবড়ি রেগে যান। ইট ছুঁড়ে বাবার গাড়ির কাঁচ ভেঙে দেন তুবড়ি। আর তারপরই তুবড়ির মুখে শোনা যায়, ‘আমি ফুলঝুড়িও নই, কালিপটকাও নই, আমি তুবড়ি.. একবার জ্বলল সহজে নিভি না।...’ জি বাংলা নয়া সিরিয়ালের এই ডায়লগ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে।

 

810

উড়ন তুবড়ি সিরিয়ালের পরিচালনা করেছেন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী। ছবিতে তুবড়ির বাবার ভূমিকায় দেখ যাবে অভিজিৎ গুহকে। তাঁর সঙ্গীনির চরিত্রে অভিনয় করেছেন ঋ সেনগুপ্ত। আর তুবড়ির মায়ের ভূমিকায় রয়েছে লাবণী সরকার। অন্যান্য মুখ্য চরিত্রে আছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়, সুকন্যা বসু, সৌমি চট্টোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য-সহ আরও অনেকে। 

 

910

সিরিয়ালের প্রধান চরিত্র অর্থাৎ তুবড়ির ভূমিকায় দেখা যাবে সোহিনী বন্দ্যোপাধ্যায়কে। প্রতিবাদী মেয়ের চরিত্র দেখা দেবেন তুবড়ি। প্রোমে জানান দিচ্ছে, সকলকে চমক দিতে আসছেন তিনি। আর এই প্রথম একেবারে অন্যরকম ভূমিকায় দেখা দেবেন অভিজিৎ গুহ। মূলত তাঁকে মজার চরিত্রে অভিনয় করতে দেখেছি আমরা। এবার একেবার ভিন্ন চরিত্রে আসছেন। সঙ্গে লাবণী সরকার ও ঋ-এর চরিত্রে যে চমক থাকছে তা ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে।  

 

1010

বাবা মায়ের সম্পর্কের জটিলতা, অভাবের সংসার, লড়াই, অন্যায়, প্রতিবাদ-সব রকম গল্প নিয়ে আসছে উড়ন তুবড়ি। তিন বোনের গল্প থাকছে সিরিয়ারে প্রধান আকর্ষণ। আর আবশ্যই থাকছে তুবড়ির প্রেম। ২৮ মার্চ থেকে জি বাংলায় শুরু হবে এই সিরিয়াল। সোম থেকে রবি সন্ধ্যা ৬টায় দেখা যাবে সিরিয়ালটি। 

Share this Photo Gallery
click me!

Latest Videos