উড়ন তুবড়ি সিরিয়ালের পরিচালনা করেছেন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী। ছবিতে তুবড়ির বাবার ভূমিকায় দেখ যাবে অভিজিৎ গুহকে। তাঁর সঙ্গীনির চরিত্রে অভিনয় করেছেন ঋ সেনগুপ্ত। আর তুবড়ির মায়ের ভূমিকায় রয়েছে লাবণী সরকার। অন্যান্য মুখ্য চরিত্রে আছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়, সুকন্যা বসু, সৌমি চট্টোপাধ্যায়, রীতা দত্ত চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য-সহ আরও অনেকে।