সদ্য শুরু হওয়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'পিলু ' শুরু থেকেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। ধারাবাহিকের শুরুতেই মূল চরিত্র পিলু (Pilu) আর আহিরের মিষ্টি প্রেমের গল্পে মজেছিল দর্শক। উড়ন্ত মালাতে বিয়ে হয়েছিল পিলু-আহিরের। টুসু পরবে না জেনেই যেন মালাবদল হয়ে যায় পিলু-আহিরের। তারপই গ্রামের পুরোহিত জানান দেয় যে, বিহা তো হয়ে গেল বটে তোর পিলু। গুরুকুলে এসে সে কথা সবার থেকে লুকিয়ে রেখেছিল তারা। কিন্তু রঞ্জার মা ঋজুলার কানে সে কথা পোঁছতেই রঞ্জার সঙ্গে আহিরের বিয়ের ব্যবস্থা করে। এদিকে আহিরের বাবা এসে গুরুজিকে অপমান করতে থাকে। আর তখনই পিলুকে টেনে নিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় আহির। এবার কী হবে রঞ্জার।