পর্দায় স্বাধীনতা পূর্ববর্তী যুগ ফিরিয়ে আনতে চলেছে Zee5। ব্রিটিশ অত্যাচার থেকে স্বাধীনতা সংগ্রামীদের মরণপন লড়াইয়ের কথা এবার উঠে আসতে চলেছে পর্দায়, ওয়েব সিরিজের নাম মুক্তি। সিরিজে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), চিত্রাঙ্গদা, চান্দ্রেয়ী, ঘোষ, সুদীপ সরকারের মত অভিনেতা অভিনেত্রীরা।
“মুক্তি” – ১৯৩১ সালের ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি একটি দেশাত্মবোধক ক্রীড়া কল্পকাহিনী। এর প্রিমিয়ার হবে প্রজাতন্ত্র দিবসে, ২৬ জানুয়ারী, ২০২২-এ ZEE5-এ।
210
গল্পে ১৯৩১ সালের কাহিনি তুলে ধরা হয়েছে। জিফাইভেই মুক্তি পাচ্ছে এই সিরিজ। দীর্ঘদিন পরে জিফাইভ বাংলা কনটেন্ট নিয়ে কাজ করল বলেও তাঁরা জানিয়েছেন।
310
সিরিজে একজন জেলারের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। চরিত্রের নাম রামকিঙ্কর রায়। তাঁর স্ত্রী দিতিপ্রিয়া। বিপ্লবীর ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও সুদীপ সরকার। সিরিজের অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছেন। তাঁরা এই সিরিজকে আলাদা একটি পর্যায় নিয়ে যেতে চান।
410
ফুটবল নিয়ে বাঙালির আবেগ রয়েছে। তার ওপর রয়েছে দেশ স্বাধীনের আবেগ। তাই সিরিজ রিলিজের জন্য ২৬ জানুয়ারি উপযুক্ত একটি দিন বলেও জানিয়েছেন দিতিপ্রিয়া ও অর্জুন। পাশাপাশি ট্রেলার ও সিরিজ দেখারও আবেদন জানিয়েছেন তারা।
510
ফ্যাটফিশ এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত, ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রোহন ঘোষ। এই ওয়েব সিরিজে উঠে আসবে রামকিঙ্কর, দিবাকর, রেহমত, মিনু, প্রভা এবং আলফ্রেড পেটির বর্বরতার সংঘাত।
610
এই ছবি যৌথ বিপ্লবের গল্প বলে। রাজনৈতিক বন্দি এবং তাদের সহযোগীরা আদর্শগতভাবে ভিন্ন হলেও, একটাই লক্ষ্য তাঁদের- দেশের স্বাধীনতা।
710
জেলের গার্ড পরিবর্তনের সাথে সাথে, মেদিনীপুর জেল তার কুখ্যাত ও নতুন জেল সুপার আলফ্রেড পেটির কার্যকলাপের জন্য ও বর্বরতার জন্য আরও কুখ্যাত হয়ে ওঠে। নবনিযুক্ত ডেপুটি জেলর রামকিঙ্করের কয়েক দিন সময় লাগে, তার চারপাশে ঘটে যাওয়া নৃশংসতা বুঝতে।
810
জেলের গার্ড পরিবর্তনের সাথে সাথে, মেদিনীপুর জেল তার কুখ্যাত ও নতুন জেল সুপার আলফ্রেড পেটির কার্যকলাপের জন্য ও বর্বরতার জন্য আরও কুখ্যাত হয়ে ওঠে। নবনিযুক্ত ডেপুটি জেলর রামকিঙ্করের কয়েক দিন সময় লাগে, তার চারপাশে ঘটে যাওয়া নৃশংসতা বুঝতে।
910
রামকিঙ্করের হারিয়ে যাওয়া ফুটবল প্রেমকে কাজে লাগিয়ে মেদিনীপুর জেলের বন্দিদের একত্রিত করে। এই ফুটবল কীভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বন্দিদের গর্জে উঠতে উদ্বুদ্ধ করে, সেটাই দেখার। এরই সঙ্গে পরিকল্পনা চলে ছদ্মবেশে জেলের চত্বরে ঢুকে বোমা বিস্ফোরণের, যার নেতৃত্বে দিবাকর ওরফে অর্জুন চক্রবর্তী।
1010
দেশপ্রেম সঙ্গে নিয়ে এই পিরিয়ড ওয়েব সিরিজটি অ্যাকশন, রোমাঞ্চ, সহানুভূতি, উত্তেজনা, রাগ এবং জয়ের অনুভূতিতে ঠাসা। এর নন-ক্লাসিক্যাল সিনেমাটিক শটগুলির সঙ্গে দৃশ্যায়নের আনন্দ দর্শকরা অনুভব করতে পারবেন বলেই মনে করছেন পরিচালক।