বলিউডের বিখ্যাত অভিনেত্রী কবির বেদির নাতনি তথা মেয়ে পূজা বেদির মেয়ে আলিয়া এফ-এর ছবি ঘিরে তোলপাড় নেটদুনিয়া।
আলিয়া তাঁর স্লিক বিকিনি পরিহিত একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে লাল-কালো বিকিনিতে, খোলা অগোছালো চুলে, পুলের পাশে বসে রয়েছেন আলিয়া। তাঁর এই সৌন্দর্য পাগল করে দিয়েছে নেটদুনিয়ার ভক্তদের।
210
ছবির ক্যাপশনে মজা করে আলিয়া লিখেছেন ' আমি এই মুহূর্তে এই ছবিটি পোস্ট করলেও এখন আমি আমার সোফার উপরে, একটা ওভার সাইজ টি শার্ট আর ব্যাগী ট্র্যাকপ্যান্ট পড়ে চুলে একটা অগোছালো খোঁপা করে বসে আছি।' আর এই ছবির নিচে ফোটোগ্রাফার, এডিটরের নাম উল্লেখ করেছেন আলিয়া।
অনন্যা পান্ডের খুঁড়তুতো বোন আলাননা। তিনি ডাকসাইটে একজন মডেল। সম্প্রতি মেক্সিকো থেকে কতগুলো বিকিনি পরা ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন আলাননা। চোখ ধাঁধানো সাদা ব্রোকেটের বিকিনি, যাতে আবার সোনালি জরির কাজ করা। সঙ্গে ম্যাচিং নেকলেস। হাতে ম্যাচিং ব্যাঙ্গেল পড়া। আলাননা-র এই ছবিটিও নেটদুনিয়ার নজর টেনেছে।
ইনি শুধু মডেল নন, একজন উদ্যোগপতি ও ইনফ্লুয়েন্সার ও বটে। ইনস্টাগ্রামে একটি রাফল ডিজাইনের পার্পল রঙের বিকিনি পরেছেন, হাতে পড়েছেন রিসলেট, বাদামি রঙের খোলা চুল এক আলাদাই সৌন্দর্য যোগ করেছে।
610
আরেকটি ছবিতে সিমরনকে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। উন্মুক্ত পিঠের অর্ধেকটা ঢেকে রেখেছে তাঁর বাদামি-চুল এবং হাতে মুক্তোর রিস্টলেট। যা বিশেষভাবে নজর কাড়ছে। লুকে যে কোনও হলিউড অভিনেত্রীর চেয়ে কিছু কম নন সিমরন।
710
বি-টাউনের অন্যতম হট-অ্যন্ড-হ্যাপেনিং অভিনেত্রী মৌনী রয়। বরাবরই তাঁর ফ্যাশন সেন্স-এ মুগ্ধ করেন সবাইকে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ডিপ চকোলেট কালারের বিকিনি পড়ে ছবি পোস্ট করেন তিনি। মাথায় ধরা রয়েছে একটি বিশাল বড় হ্যাট। খুবই স্বল্প মেকআপে দারুন দেখাচ্ছে মৌনীকে।
810
মৌনীকে আর একটি ছবিতে দেখা যাচ্ছে, বালির উপর একটি ব্ল্যাংকেট বিছিয়ে তাঁর উপর আধশোয়া ভঙ্গিমা। সামনে খোলা পড়ে থাকা বই-এর পাত। হালকা নীল রঙের একটি ফ্লেয়ার ডিজাইনের বিকিনি পড়েছেন তিনি। এলিয়ে পড়েছে তাঁর খোলা চুল। ভীষণ সুন্দর দেখাচ্ছে তাঁকে।
910
অভিনেত্রী সাক্ষী মালিক ইনস্টাগ্রামে বিকিনি ছবিতে উথাল-পাথাল করেছেন ভক্তদের মন। ইতালির পসিটানোতে একটি বোটের উপর বসে রয়েছেন অভিনেত্রী। স্বপ্নের মত সাজানো ইতালিতে ঠিক যেন স্বপ্ন সুন্দরী তিনি, ঘন খোলা চুল তাঁর সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।